এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৫ ডিসেম্বর : ইরানে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের জন্য কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন (CSW) থেকে ইরানকে অপসারণ করল জাতিসংঘ । মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রচারের পর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ২৯ সদস্য ইরানকে অবশিষ্ট মেয়াদ থেকে বহিষ্কারের বিষয়ে ভোটাভুটিতে অংশ গ্রহন করে ।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি অনুমোদনের জন্য একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।প্রস্তাবে বলা হয়,কমিশনে ইরানের সদস্যপদ অবিলম্বে বাতিল করা হচ্ছে ।
ইরানকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছে ৮ টি দেশ । ১৬ টি দেশ ভোটদান থেকে বিরত থাকে । রাশিয়া এবং চীন বিরুদ্ধে ভোট দিয়েছে । তাদের দাবি, ইরানকে সিএসডবলু-এর জন্য নির্বাচিত করা হয়েছিল । কিন্তু এখন বহিষ্কার করা হলে একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করবে ।রেজুলেশনে বলা হয়েছে যে ইরানি নেতৃত্ব বাক স্বাধীনতা সহ নারী ও মেয়েদের অধিকারকে ক্রমাগতভাবে খর্ব করে চলেছে । আরও বলা হয়েছে যে ইরান সরকারের নীতিগুলি নারী ও মেয়েদের অধিকারের বিরুদ্ধে । তেহরানের বল প্রয়োগের ফলে নারী ও মেয়েসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে এবং হচ্ছে ।
বোরখা বিধি উপেক্ষা করার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছরের কুর্দি তরুনী মাহসা আমিনিকে নিজেদের হেফাজতে নিয়ে পিটিয়ে মেরে ফেলে । তারপর থেকেই বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান । বিক্ষোভে লাগাম টানতে অমানবিক ভাবে দমন-পীড়ন শুরু করেছে ইরানের কট্টর ইসলামি মৌলবাদী সরকার । তারা বিক্ষোভকে দাঙ্গা হিসেবে বর্ণনা করে হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে । ইরানের বিচার বিভাগ বলেছে যে তারা বিক্ষোভের সাথে জড়িত ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে । এছাড়া এখনো বেশ কিছু মানুষ মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে চলেছে বলে খবর ।।