শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমানের ভাতার থানার নুরপুর গ্রামে মহাসমারোহে পালিত হল প্রায় ২০০ বছরের প্রাচীন বাৎসরিক হরিনাম মহাযজ্ঞ । শ্রী রাধা গোবিন্দের ২৪ প্রহর উপলক্ষ্যে বাৎসরিক এই উৎসব বর্তমানে নুরপুর একতা উৎসব ও সম্প্রীতি উৎসব হিসেবে পরিচিত। বেশ কয়েকদিন হরিনাম সংকীর্তন, বিশেষ পূজা পাঠ, সহ ও নানান ধর্মীয় আচার পালন করা হয়। এই উৎসব উপলক্ষ্যে গ্রামে বসেছে মেলা, বাড়িতে বাড়িতে আত্মীয়দের সমাগম, আশপাশের বহু গ্রাম থেকে ভক্তদের ঢল নামে গ্রামে ।
আজ বৃহস্পতিবার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় পাঁচ হাজার ভক্তের জন্য মহোৎসবের আয়োজন করা হয়। রীতি মেনে বিকালে গ্রাম পরিক্রমায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়। সব মিলিয়ে ভাতারের নুরপুর গ্রামে এই উৎসবকে কেন্দ্র করে মহামিলন ক্ষেত্রের রূপ নেয়। গ্রাম্য এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মধ্যক্ষ শান্তনু কোনার সহ বিশিষ্ট জানেরা ।।