এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ এপ্রিল : দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট থানার মাগুরপুকুর এলাকায় বরুণ চক্রবর্তী (৩৫) এবং মলয় মাখাল (৩১) নামে দুই যুবককে গুলি করে ও নৃসংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে গ্রেফতার করল ডায়মণ্ডহারবার থানার পুলিশ । শনিবার সকালে পাওনা টাকা দেওয়ার অছিলায় ডেকে এনে ওই যুবককে নৃসংশভাবে খুনের পর থেকেই উধাও হয়ে গিয়েছিল জানে আলম । তার সন্ধানে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছিল ডায়মণ্ড হারবারের এসডিপিও নেতৃত্বে পুলিশবাহিনী । শেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে তার অবস্থান চিহ্নত করে রবিবার কলকাতার টালিগঞ্জ থেকে পাকড়াও করা হয় কুখ্যাত দুষ্কৃতী জানে আলম মোল্লাকে । এই খুনের ঘটনায় জানে আলমের দ্বিতীয় স্ত্রী মিনা বিবির কোনও হাত আছে নাকি তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দলে ।
মগরাহাট থানার মোহনপুর এলাকাতে বাড়ি জানে আলম মোল্লার প্রথম স্ত্রী সিদ্দিক বিবি । তাঁকে তালাক দিয়েছেন জানে আলম । ৬ সন্তান নিয়ে বর্তমানে বেহালাতে রয়েছেন ওই মহিলা ।
দ্বিতীয়পক্ষের স্ত্রী মিনা বিবির নিয়ে সে মাগুরপুকুরেই থাকত । তার ভাই আলমগীর মোল্লা এলাকায় এখন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে চিহ্নিত জানে আলম । আর্থিক প্রতারণা,হাড় থেকে সার তৈরিতে দূর্নীতি, এলাকায় দূর্বীত্তায়নের ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । আর তার এই বাড়বাড়ন্তকে কেন্দ্র করে মগরাহাট থানার ভূমিকাও নিয়েও প্রশ্ন উঠছে এলাকায় । আর তার ফলশ্রুতি হিসাবে বিনা দোষে খুন হতে হল ওই থানারই এক সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে ।
মাস ছয়েক আগে সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বন্দনা মাখালের ছেলে মলয় কিছু নির্মান সামগ্রী বিক্রি করেছিলেন জানে আলমকে । কিন্তু সে সেই টাকা দিতে চাইছিল না । শেষে টাকা দেওয়ার অছিলায় দু’জনকে শনিবার সকালে মাগুরপুকুর পোল এলাকায় পশুর হাড় থেকে সার তৈরির কারখানা ‘আলম অ্যান্ড কোম্পানি’র গোডাউনে আসতে বলে । দুই যুবক সেখানে যেতেই দু’জনকে পিছন থেকে গুলি করে জানে আলম । তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে দু’জনের গলার নলি কেটে দেয় । ঘটনা ঘিরে জনরোষের সৃষ্টি হতেই গ্রাম থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী । তারপর সে কলকাতায় গিয়ে ঠেক নেয় । অবশেষে এদিন টালিগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।