এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৪ সেপ্টেম্বর : তুরস্ক আবারও জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে । জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের ৮০তম শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান অযাচিতভাবে কাশ্মীর বিরোধ উত্থাপন করেছেন।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন যে কাশ্মীরে শান্তি বিরাজ করা উচিত এবং তিনি আশা করেন যে জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধান করা হবে।
এরদোগান বলেছে,’দক্ষিণ এশিয়ায়, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। গত এপ্রিলে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতির পর থেকে যে যুদ্ধবিরতি হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট, যখন এই উত্তেজনা সংঘাতের দিকে পরিচালিত করেছিল।’ তিনি বলেন, সন্ত্রাস দমনে ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা দেখা গুরুত্বপূর্ণ।
তুরস্কের রাষ্ট্রপতি গত জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে কাশ্মীরের বিষয়টিও উত্থাপন করেছিলেন।পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত ৭ মে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে অপারেশন সিন্দুর শুরু করে। এই যুদ্ধে পাকিস্তানকে ড্রোন ও সেনা সাহায্য করেছিল তুরস্ক ।
এই অভিযানের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। ১০ মে, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।।