এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৩ ফেব্রুয়ারী : পাকিস্তান জামায়াত-ই-ইসলামি নেতা সিরাজ-উল-হক এবং জমিয়ত উলেমা-ই-ইসলামের নেতা মাওলানা ফজল-উল-রহমানকে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদের জন্য দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ।
সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের ওই দুই ধর্মীয় নেতার উদ্দেশ্যে টিটিপি বলেছে, তাদের প্রজাতন্ত্রের পথ ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দলে যোগ দিন ।তেহরিক-ই-তালেবান পাকিস্তানের জামাত-উল-আহরার শাখা এই বিবৃতিতে সিরাজুল হক এবং মাওলানা ফজলুল রেহমানকে বলেছে যে, তারা যদি সত্যিই একটি ইসলামী ব্যবস্থা চান, তাহলে তাদের জিহাদের পথ অবলম্বন করা উচিত। পাকিস্তানের নির্বাচনকে নাটক আখ্যা দিয়ে টিটিপি বলেছে,’পাকিস্তানে, সমস্ত ক্ষমতা সেনাবাহিনীর হাতে এবং তারা যা খুশি তাই করে, নির্বাচন প্রতীকীভাবে অনুষ্ঠিত হয় ।’
উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানের সংসদ নির্বাচনে এই দুই ধর্মীয় দলের প্রার্থীরা পর্যাপ্ত ভোট পায়নি ।
পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচনে ব্যর্থ হয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা । সিরাজুল হক নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে এই কমিশনের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পরাজয়ের পাশাপাশি বেলুচিস্তান প্রদেশে মাত্র চারটি সংসদীয় আসন জিতেছে জমিয়ত উলেমা-ই-ইসলাম দল ।।