এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা),১৪ এপ্রিল : মালদার রতুয়া থানার আইসির বিরুদ্ধে তোলা নিয়ে মাটি মাফিয়াদের মদত দেওয়ার অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় । রতুয়ায় ফুলহার নদী বাঁধের মেরামতির কাজের সূচনা করতে গিয়ে আইসির বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ তুলে বিধায়ক বলে, ‘আইসিসির মদতে নদী থেকে প্রতিদিন হাজার হাজার ট্রলি বালি আর মাটি বেআইনিভাবে তুলে তা পাচার করে দিচ্ছে মাফিয়ারা ।’ বিধায়ক ছাড়াও এনিয়ে সরব হয়েছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও । যদিও এই অভিযোগের উত্তরে মালদা জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন,পুলিশ কোনও অনৈতিক কাজের সাথে জড়িত নয় ।
বুধবার রতুয়ার সূর্যাপুরে ফুলহার নদী বাঁধ সংস্কারে সূচনা করেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ২৩ কোটি টাকা ব্যয়ে এই এলাকায় বাধ মেরামতির কাজ হবে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়, মালতিপুর এর তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী ও সেচ দপ্তরের আধিকারিকেরা ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় । তিনি বলেন, ‘রতুয়ার নাককাটি ব্রিজের নিচ থেকে হাজার হাজার ট্রাক মাটি তুলে জেলার বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে । আমি এনিয়ে ডিএম,এসপি, এডিজির দৃষ্টি আকর্ষণ করেছি । রতুয়া থানার আইসিকে বদলির জন্যও আবেদন জানিয়েছি ।’ বিধায়কের অভিযোগ, ‘রতুয়া থানার আইসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করছেন । মাটি মাফিয়াদের সাথে যোগসাজশ আছে । এইভাবে চললে নদীবাঁধ থাকবে না, নাককাটি ব্রিজ ও থাকবে না । আইসি টাকা নিচ্ছে মাটি মাফিয়াদের কাছ থেকে । আইসিকে অন্যত্র বদলির জন্য এডিজি, ডিআইজি এসপিকে জানিয়েছি । কাজ না হলে মুখ্যমন্ত্রী কে জানাবো ।’
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘ইটভাটার জন্য নদীবাঁধ কেটে মাটি তোলা হচ্ছে । এটা বিশাল একটা সমস্যা । প্রধানের ভাই, সভাপতির মামা, সভাধিপতির ভাইপোরা ইঁটভাটা করার জন্য মাটি তুলে নিয়ে চলে যাবে তা কিন্তু আমরা আর বরদাস্ত করব না । বাঁধের মাটিতে কেউ হাত দিলে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব ।’
অন্যদিকে সুমর মুখোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, পুলিশ কোনোভাবেই কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নয়। আমি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখেছি মাটি কাটার বিষয়ে কোনো গাফিলতি পাইনি । উনি বলেছেন ঠিক আছে তবে উনার অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাইনি ।’
এই নিয়ে তৃণমূল কে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন,’সারা জেলাজুড়ে সমস্ত নদী থেকে বালি কেটে বিক্রি হচ্ছে। মাটি কেটে বিক্রি হচ্ছে । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে প্রশাসনের একাংশ এই কাজে যুক্ত । এটা আমরা আগেও বলছি। এখন তৃণমূলের বিধায়ক এই অভিযোগ করছেন । তবে সত্যিই কি তিনি অন্যায়ের বিরুদ্ধে বলতে চাইছেন? নাকি টাকার ভাগ পাচ্ছেন না বলে এই রকম অভিযোগ তুলছেন ?’