এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),২০ আগস্ট : কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসক তরুনীর ধর্ষণ-খুনে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে ফাঁসি দেওয়ার দাবি উঠছে দেশ বিদেশে । রাজ্যের মুখ্যমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দায়িত্ব সামলানো খোদ মমতা ব্যানার্জি পর্যন্ত ফাঁসির দাবিতে মিছিল করেছে । তার দলও রাজ্য জুড়ে একই শ্লোগান তুলে মিছিল ও পথসভা করছে৷ অবশ্য তৃণমূলের এই কর্মসূচি যত না নিহত তরুনীর ন্যায়বিচারের জন্য তার থেকে বেশি রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছে বিরোধী দলগুলি । এদিকে রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ে তৃণমূলের এই কর্মসূচিতে আজব কান্ড ঘটে গেছে । তৃণমূলের লোকজনদেরই ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’ শ্লোগান দিতে শোনা গেছে এবং মন্ত্রী থেকে শুরু করে উপস্থিত অন্য তৃণমূল নেতারা ‘ফাঁসি চাই ফাঁসি চাই’ বলে গলাও মেলায় বলে জানিয়েছে উত্তরবঙ্গ সংবাদ।
প্রতিবেদনে বলা হয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ ব্লক কমিটির উদ্যোগে আরজি করের ঘটনায় তৃণমূলের দলীয় কর্মসূচিতে এই কান্ড ঘটেছে । সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, দুই ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল এবং ব্লকের নেতারা । কর্মসূচির শেষ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিয়ে তাজমুল হোসেনের ছায়া সঙ্গী বলে পরিচিত ত তৃণমূলের জেলা সম্পাদক শেখ মঙলুদ্দিন স্লোগান দিতে শুরু করেন ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’। তাজমুল সহ উপস্থিত সকলেই বলে ওঠেন ‘ফাঁসি চাই ফাঁসি চাই’। অবশ্য পরে নিজেদের নিজেদের ভুল বুঝতে পেরে শ্লোগান সংশোধন করে তৃণমূলের নেতারা । কিন্তু সেই শ্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়ে যায় শাসকদল। অবশ্য হরিশ্চন্দ্রপুর ১(এ)-ব্লক সভাপতি জিয়াউর রহমানের সাফাই,’এটা ‘স্লিপ অফ টাং’।।