প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ ডিসেম্বর : চিটফাণ্ড প্রতারণা মামলায় বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই । আর তাঁর গ্রেফতারির পর ৪৮ ঘন্টা কাটতে না কাটতে বর্ধমান পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তবে প্রণবের পাশে থাকার বার্তাও দিয়েছেন দলীয় নেতৃত্ব । রাজ্যজুড়ে পৌরসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাওয়ায় দলীয় তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্তকে সস্তার রাজনীতি ও অভিযুক্তকে আড়াল করার প্রক্রিয়া বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা ।
বর্ধমান পৌরসভার প্রশাসক গ্রেফতার হওয়ার পর শনিবার শহর বর্ধমানের কালীবাজারে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । তিনি বলেন,’বর্ধমান পৌরসভার কাজে যাতে অসুবিধা না হয়, সে জন্যে দলের শীর্ষ নেতৃত্ব পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান বদল করতে চাইছে। আশা করছি খুব দ্রুত এই প্রক্রিয়া শেষ হবে ।’ আগামী সোমবারের মধ্যেই রাজ্য পুর ও নগরেন্নয়ন দফতর বর্ধমান পৌরসভার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবে বলে রবীন্দ্রনাথ বাবুর কথায় ইঙ্গিত মিলেছে।
সিবিআইয়ের বর্ধমান পৌরভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার প্রসঙ্গে
জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘মামলার মূল চার্জশিটে প্রণবের নাম ছিল না । পুর প্রশাসক হওয়ার পরে ‘সাপ্লিমেন্টারি’ চার্জশিটে ওর নাম যুক্ত করা হয় । এর থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে
এটা চক্রান্ত । প্রণব চট্টোপাধ্যায় পৌরপ্রশাসক হয়েছেন বলেই অন্যায় ভাবে সিবাআইকে দিয়ে ওকে গ্রেফতার করানো হয়েছে ।বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না বলে কেন্দ্রীয় সংস্থাকে এই ভাবে কাজে লাগাচ্ছে ।’
যদি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন স্পষ্ট জানিয়ে দেন, ‘কার নির্দেশে কে গ্রেফতার হয়েছে সেটা বড় কথা নয় । কেন গ্রেফতার হয়েছে সেটাই দেখার বিষয় । তিনি চুরি করেছেন না করেন নি সেটাই বড় কথা । চুরি করলে চোরেরা সাজা পাবেন । কালীঘাটের বড় চোরেরাও ছাড়া পাবেন না ।’
উল্লেখ্য,সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের মে মাসে রাজ্যের চিটফাণ্ড সংক্রান্ত যাবতীয় মামলার দায়িত্ব নেয় সিবিআই । ‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের একটি বেসরকারী অর্থলগ্নিকারী সংস্থা থেকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । বছর খানেক আগে আসানসোলের সিবিআই আদালতে সেই মামলার যে চার্জশিট পেশ করে সিবিআই । তখন চার্জশিটে প্রণব চট্টোপাধ্যায়ের নাম ছিল না । পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রণববাবুর নাম যুক্ত করা হয় । বৃহস্পতিবার সিবাআই তাঁকে গ্রেফতার করে । শুক্রবার আসানসোলের সিবিআই আদালতে প্রণব বাবুকে পেশ করে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে ।।