প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ জানুয়ারী : আজ সোমবার ৫-ই জানুয়ারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭১ তম জন্মদিন । সেই হিসেবে এই দিনটি শাসকদলের নেতাকর্মীদের কাছে বিশেষ একটা দিন । আর এই বিশেষ দিনটি বিশেষভাবে উদযাপন করতে দেখা গেল পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের যুব নেতা সাহাবুদ্দিন মণ্ডলকে ৷ সদ্যোজাত বেশ কিছু শিশুকন্যা ও তাদের মায়েদের হাতে শীতবস্ত্রসহ নানা উপহার দিয়ে দলনেত্রীর জন্মদিন উদযাপন করলেন তিনি । ওই তৃণমূল নেতার এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে জেলা তৃণমূলের লোকজন । তারিফ করেছেন সদ্য শিশু সন্তানের জন্ম দেওয়া মায়েরাও । তাঁরা ওই সমস্ত উপহার গ্রহন করে ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু প্রার্থনা করেছেন।
জামালপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সেলিমাবাদ গ্রামে বাড়ি সাহাবুদ্দিন মণ্ডলের। তিনি যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ- সভাপতি হিসাবে সংগঠন দেখাশুনা করেন।তারই সাথে তিনি জামালপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পদেও রয়েছেন । এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা ভিন্ন আঙ্গিকে পালন করবেন বলে তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। সেই মতো জামালপুর-১ পঞ্চায়েত এলাকায় সদ্য সন্তানের জন্ম দেওয়া আদিবাসী ও তপশিলি পারিবারের মায়েদের নাম তিনি সংগ্রহ করা শুরু করেন। খুঁজে খুঁজে সদ্য মা হওয়া ২০ জনের সন্ধান পান তিনি ।
সাহাবুদ্দিন মণ্ডল বলেন,সদ্য সন্তানের জন্ম দেওয়া যে ২০ জন মায়ের নাম তিনি জানতে পারেন তাদের বেশীর ভাগ জনই আদিবাসী পরিবারের। ওই সব শিশুদের প্রত্যেকের জন্য শীতের পোষাক,মশারি সহ মা ও শিশুদের জন্য পুষ্টিদায়ক খাবার তিনি কিনে নেন । সাহাবুদ্দিন জানান এই সব উপহার সামগ্রী গুলি নিয়ে তিনি আজ ৫ জানুয়ারী মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিন সকাল থেকে একের পর এক সদ্য জন্ম নেওয়া শিশুদের বাড়ি বাড়ি পৌছে যান।শিশুর মায়েদের হাতে তিনি তাঁর কেনা উপহার সামগ্রী তুলে দেন।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিন উপলক্ষে তিনি যে এই উপহার সামগ্রী দিলেন সে কথাও শিশুর মায়েদের জানান সাহাবুদ্দিন। সেই কথা শুনে আপ্লুত শিশুর মায়েরা তাঁদের আরাধ্য দেবতার কাছে মুখ্যমন্ত্রীর সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা জানান বলে তৃণমূল নেতা সাহাবুদ্দিন মণ্ডল জানিয়েছেন।
সাহাবুদ্দিনের মতোই পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারও এদিন ভিন্ন আঙ্গিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিন পালন করেন।এদিন জেলা পরিষদের নিচে অবস্থিত অন্নপূর্ণা ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় মাংস, ভাত ও মিষ্টি খাওয়ানো হয় সাধারণ মানুষকে। এই ক্যান্টিন পরিচালনায় ড্রাইভার সমবায় সমিতি ও জেলা পরিষদের কর্মীরা সহযোগীতা করেছেন। অন্যদিন এখানে ৫ টাকায় ভাত ও তরকারি খেয়ে থাকেন শতাধিক গরিব মানুষ। তবে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভাল খাবার মেলায় সোমবার এই ক্যান্টিনে উপভোক্তার সংখ্যা বেশ কিছুটা বেশি ছিল।পেটপুরে খেয়ে খুশি হন দুঃস্থ ও দরিদ্র মানুষজন।
জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান,মুখ্যমন্ত্রীর জন্মদিনে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে এদিন অন্নপূর্ণা ক্যান্টিনে বিশেষ আয়োজন করা হয়। বহু মানুষ এদিন ৫ টাকায় ভাত, মাংস , মিষ্টি আনন্দের সঙ্গে খেয়েছেন। অন্যদিন অন্নপূর্ণা ক্যান্টিনে ১০০ জন দুপুরের খাবার খেয়ে থাকলেও এদিন অনেক বেশী মানুষ খেয়েছেন বলে জানান তিনি ।।

