এইদিন ওয়েবডেস্ক,বরানগর,১৩ জুন : বিজেপি করার অপরাধে প্রতিবন্ধীদের জাতীয় দলের ক্রিকেটারকে বেদম মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় । কমল সরকার ওরফে কাজু নামে বিশেষভাবে সক্ষম জাতীয় দলের ক্রিকেটার গত মাসের ২৩ তারিখ বরানগরে বিজেপির একটি জনসভায় তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে থেকে বিজেপিতে যোগদান করেন । আর সেই অপরাধে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো তাকে এলোপাথাড়ি চড়থাপ্পড় মারে বলে অভিযোগ । কমল সরকার জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা করানোর পর তিনি এনিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন ।
বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা কমল সরকারের বাম হাত নেই । তাসত্ত্বেও ক্রিকেট খেলায় অসাধারণ প্রতিভা ছিল তার । বিশেষভাবে সক্ষমদের জাতীয় দলের হয়েও তিনি প্রতিনিধিত্ব করেছে । প্রচুর মেডেলও পেয়ছেন । তবে আর্থিকভাবে খুবই দুর্বল তার পরিবার । ঘটনার বিবরণে কমলবাবু জানান যে বুধবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন শান্তনু মজুমদারের দলবল তার পথ আটকে উত্যক্ত করতে শুরু করে । প্রতিবাদ করলে শান্তনু মজুমদার এসে তার দু’গালে চড়থাপ্পড় মারে । এখনো তার দু’কানে ব্যাথা আছে বলে জানান তিনি । তিনি আরও বলেন,শুভেন্দুদার হাত ধরে বিজেপিতে যোগদান করার পর থেকেই শুনছিলাম ওরা আমায় মারবে । কাল রাতে তার প্রমান পেয়ে গেলাম ।’ যদিও অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত কাউন্সিলর শান্তনু মজুমদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।