এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ নভেম্বর : বিজেপিতে যোগ দেওয়া মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস । প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করেছিলেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পায়েল খাতুন,মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু ও বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার ৷ তাঁদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলে সোমবার জেলা পরিষদের সহকারি সভাধিপতি চন্দনা সরকারের নেতৃত্বে তৃণমূলের জেলা পরিষদ সদস্যরা মালদার ডিভিশনাল কমিশনের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেন । এদিকে ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন ।
চন্দনা সরকার বলেন, ‘তিন কর্মাধ্যক্ষ্যের বিরুদ্ধে অনাস্থা হলেই মাস খানেকের মধ্যে আমরা সভাধিপতি নির্বাচিত করব । জেলা পরিষদের বাজেটের আগেই আশা করি হয়ে যাবে । রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই আমরা কাজ করব ।’ যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সিংহভাগ সদস্য তাঁদের সাথে রয়েছেন । অনাস্থা আনলে তা প্রমাণ হয়ে যাবে । তবে অনাস্থা প্রস্তাবের বিষয়ে মুখ খোলেননি তিন কর্মাধ্যক্ষ ।।