এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৭ জানুয়ারী : নবদ্বীপের বিদ্যাসাগর কলেজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আর এস এস) এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । অভিযোগ,সোমবার বিদ্যাসাগর কলেজের টিএমসিপির সদস্য এবং বহিরাগত মিলে ৫০-৬০ জনের একটা দল লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে এবিভিপি সমর্থকদের উপর চড়াও হয় । পুলিশের সামনেই হামলাকারীরা এবিভিপি সমর্থকদের ব্যাপক মারধর করে । হামলার ঘটনার সময় কলেজের অধ্যক্ষ নিজের অফিসেই উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন আক্রান্ত পড়ুয়ারা । এই ঘটনায় কয়েকজন তরুনীসহ ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে ।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে,অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব । সোমবার (১৬ জানুয়ারী ২০২৪) এবিভিপির মুম্বাইয়ের অফিস থেকে একটা প্রেস রিলিজে বলা হয়েছে,’অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) বিশ্ব-ভারতী পশ্চিমবঙ্গের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে তৃণমূল কংগ্রেস (টিএমসি) পার্টির সাথে যুক্ত গুন্ডাদের দ্বারা ছাত্রদের উপর বিনা উস্কানী হামলার তীব্র নিন্দা করছে ৷ ভারী অস্ত্র দিয়ে চালানো হামলা, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে তুলে ধরে । এই উন্মাদ আক্রমণগুলি পশ্চিমবঙ্গের মমতা সরকারের অধীনে অনাচারকে প্রকাশ করে, যা টিএমসি পার্টির দুষ্কৃতীদের দ্বারা ছাত্রদের নিরাপত্তার জন্য একটি স্পষ্ট অবজ্ঞা প্রতিফলিত করে ।’তবে এনিয়ে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি ।।