শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৮ জুলাই : বিগত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের ২০ নম্বর জেলা পরিষদ আসনে রেকর্ড ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী । সিপিএমের দু’বারের বিধায়ক সুব্রত ভাওয়ালকে ১২,০৮৫ হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী আলিম মল্লিক । জয়ের পর আজ শুক্রবার দলীয় নেতা ও কর্মীদের নিয়ে পূর্বস্থলীর জাহান্নগর পঞ্চায়েতের মাগনপুর খোনকার পীরের মাজারে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন তৃণমূলের বিজয়ী প্রার্থী ।
প্রসঙ্গত,খোনকার পীরের মাজার প্রায় তিন শতাধিক বর্ষ প্রাচীন । সপ্তাহের প্রতি শুক্রবার এখানে মেলা বসে । প্রচুর শ্রদ্ধালুর আগমন হয় ৷ সেই উপলক্ষে এদিন মাজারে চাদর চড়াতে আসেন আলিম মল্লিক । তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্বস্থলী-১ ব্লকের তৃণমূলের যুব সভাপতি অরিন্দম ঘোষ, সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য দিপক শীল প্রমুখ । অরিন্দম ঘোষ বলেন,’খোনকার পীরের মাজার খুবই পবিত্র জায়গা । মুসলিমদের পাশাপাশি হিন্দু পরিবারের সদ্যজাত শিশুদের মাজারের দুধ পান না করানো পর্যন্ত দুধ পান করানো হয়না । আজ আমরা এখানে এসে চাদর চড়িয়ে মানত করে গেলাম ।’ তবে তৃণমূলের তরফ থেকে মাজারে কি মানত করা হয়েছে তা তিনি জানাননি ।।