এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ আগস্ট : পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরুর মুখে ৷ এই প্রক্রিয়ায় নাগরিকত্বের প্রমাণের জন্য যে সমস্ত নথির কথা কমিশন উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হলো ভারতীয় পাসপোর্ট । কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের বাঁচানোর জন্য রাজ্য সরকার তাদের পাসপোর্ট-এর ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্য বিজেপির প্রার্থনা সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,মালদার পোস্ট অফিসে বিশেষ সম্প্রদায়ের লোকেদের পাসপোর্ট করানোর হিড়িক পড়ে গেছে । তিনি অভিযোগ করেন যে রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর চক্রান্ত চলছে ।
শনিবার ‘নবান্ন অভিযানে’ পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ‘অভয়া’র মায়ের শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার । হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । সেই সময় সাংবাদিকরা সম্প্রতি কলকাতার উপকণ্ঠে গ্রেপ্তার হওয়া ৫০০ জন বাংলাদেশির কাছে ভারতীয় পাসপোর্ট উদ্ধারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুকান্ত মজুমদার বলেন,’সম্প্রতি আমার কাছে একটা খবর এসেছে, মালদা পোস্ট অফিসে যবে থেকে এসআইআর-এর বিষয়ে নির্দেশ এসেছে তখন থেকে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে গেছে । আপনারা খোঁজ নিয়ে দেখলে দেখতে পাবেন যে ওই পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশের ডকুমেন্টস তৈরি হয়ে যাচ্ছে । যদিও পাসপোর্ট ডিপার্টমেন্টে সমস্ত ভারত সরকারের কর্মীরা কাজ করেন ৷ কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে শাসকদলের লোকজন সবাই মিলে তাদের নাগরিক বানানোর জন্য, বাংলার জনবিন্যাসের পরিবর্তনের জন্য বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের হাতে ডকুমেন্টস দিয়ে দিচ্ছে । বাংলার জনবিন্যাসের পরিবর্তনের জন্য এই ধরনের একটা মারাত্মক চক্রান্ত চলছে ।’
তিনি বলেন,’পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটা হলো লোকাল পুলিশের এনওসি । স্থানীয় পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয় । পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না, পশ্চিমবঙ্গ পুলিশ এমন ব্যবস্থা করে রেখেছে । সেই পশ্চিমবঙ্গ পুলিশ টাকার বিনিময়ে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে তার ইয়ত্তা নাই । যে পাসপোর্টকে এসআইআর-এর মত পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ নথি হিসেবে ধরা হয়,সব থেকে গুরুত্ব দেওয়া হয়, সেই পাসপোর্টকে মমতা ব্যানার্জির সরকার জলভাতে পরিণত করে দিয়েছে ।’
সুকান্ত মজুমদার বলেন,’আমি তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি,কেউ বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় হয় না । বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে, মোহাম্মদ ইউনুসও কথা বলে, খালেদা জিয়াও কথা বলে । কিন্তু তারা ভারতীয় নন । বাংলা ভাষায় কথা বললেই যে কেউ ভারতীয় হতে পারে না ।’।

