এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ট্রেনের চাকায় কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক প্রৌঢ়ার । জানা গেছে,মৃতার নাম কৃষ্ণা ভট্টাচার্য(৫৬) । ভাতার বাজারে রেজিস্ট্রি অফিসের কাছে বর্ধমান-কাটোয়া রেলপথের ঠিক পাশেই তাঁর বাড়ি ৷ শুক্রবার সকালে কাটোয়াগামী ৫ টা ৪৯ এর ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় । মহিলার শরীর থেকে মাথাটি কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় ৷ পরিবারের দাবি,প্রাতঃভ্রমনের সময় কৃষ্ণাদেবী মাথা ঘুরে রেললাইনের উপর পড়ে যাওয়ার কারনেই এই দূর্ঘটনাটি ঘটেছে ।
জানা গেছে, কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন ছেলে বিকাশ,পুত্রবধু শতাব্দী এবং দুই নাবালিকা নাতনি । তাঁর এক মেয়ের মন্তেশ্বর থানার মামুদপুরে বিয়ে হয়েছে । ছেলে ও পুত্রবধু দু’জনেই শিক্ষকতা করেন । প্রায় ১১ মাস আগে মারা গেছেন কৃষ্ণা ভট্টাচার্য-এর স্বামী সুশীল ভট্টাচার্য । মৃতার ছেলে বিকাশ ভট্টাচার্য বলেন, ‘মায়ের ব্লাড সুগার ছিল । সেই কারনে প্রতিদিন ভোরে ভাতার রেলস্টেশনের প্লাটফর্মে তিনি হাঁটাহাঁটি করতেন । এদিনও যথারীতি প্রাতঃভ্রমনের গিয়েছিলেন মা । আমরা তখন ঘুমচ্ছিলাম । সেই সময় স্থানীয় লোকজন এসে মর্মান্তিক এই ঘটনার কথা জানান ।’ তাঁর দাবি, রেলস্টেশনে হাঁটাহাঁটি করার সময় তাঁর মায়ের মাথা ঘুরে গিয়েছিল । ফলে তিনি রেললাইনের উপর পড়ে যাওয়ায় এই দূর্ঘটনাটি ঘটেছে বলে তাঁদের অনুমান ।
এদিকে খবর পেয়ে পরে রেলপুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতার পরিবার পরিজন ।।