এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ এপ্রিল : “লাভ জিহাদ”-এর করুন পরিণতির মুখোমুখি হতে হল বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরের বাসিন্দা ধর্মান্তরিত হিন্দু ডলি বিশ্বাস ওরফে নিপা আক্তারকে । ঘটনার বিবরণে জানা গেছে, ডলি বিশ্বাস বগুড়া জেলার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া গ্রামের মৃত শশী বিশ্বাসের মেয়ে । প্রায় ৩/৪ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিচয় হয় শেরপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের কোটিপতি রফিকুল ইসলামের ছেলে রাকিবুল হোসেন রাকিবের সঙ্গে । ক্রমে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । একাধিক বার তাদের স্বাক্ষাৎ ও শারিরীক সম্পর্কও হয় । শেষ পর্যন্ত ডলি বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিক রাকিবুলকে নিকাহ করেন ।
জানা গেছে,প্রেমিকের কথামতো,২০২৩ সালের ১৯ আগস্ট বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, জেলা নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোছাঃ নিপা আক্তার নামে পরিচিত হন ডলি বিশ্বাস । ধর্মান্তরের পরে, ২৩ আগস্ট একইভাবে জেলার নোটারি পাবলিক কার্যালয়ে আরেকটি এফিডেভিটের মাধ্যমে ফেসবুক প্রেমিক রাকিবুল হোসেন রাকিবকে বিয়ে করেন ।
জানা যায়,এরপর থেকে তারা বগুড়া শহরের একটি ভাড়া বাড়িতে দম্পতি হিসেবে কয়েক মাস একসঙ্গে বসবাস করে আসছিলেন মোছাঃ নিপা আক্তার ও রাকিবুল হোসেন রাকিব । কিন্তু বিয়ের প্রায় এক বছর যেতে না যেতেই, ধর্মান্তরিত নিপা আক্তারের (ডলি বিশ্বাস) জীবনে নেমে আসে ঘোর অন্ধকার । কারন প্রেমিক রাকিব, তাকে ফেলে রেখে নিজের ধর্মের (ইসলাম) আর একটি মেয়েকে নিকাহ করে বাড়িতে তোলে ।
জানা গেছে,এই খবর পেয়ে নিপা আক্তার (ডলি বিশ্বাস) ২০২৪ সালের পয়লা আগস্ট বিকালে,শেরপুর শহরের দুবলাগাড়ীতে তার স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতি পেতে অনশন শুরু করেন। কিন্তু স্বামীর পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় । নিপা আক্তার (ডলি বিশ্বাস) স্থানীয় লোকজনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন । কিন্তু কোটিপতি রাকিবুল হোসেনদের বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি কারোর । এদিকে বাবা-মা ও পরিবারের শত নিষেধ সত্ত্বেও ধর্মান্তরিত ও নিকাহ করায় বাবার বাড়ির দরজাও বন্ধ । ফলে নিপা আক্তারকে রাস্তায় এসে দাঁড়াতে হয় । বর্তমানে তার আশ্রয়স্থল ফুটপাত এবং পেশা ভিক্ষাবৃত্তি ।।