দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের ক্লাবগুলি মূলত মধ্যম বাজেটের মধ্যে দুর্গাপূজার আয়োজন করে । তবে সীমিত অর্থের মধ্যেও যথা সম্ভব অভিনবত্ব আনার চেষ্টা করে তারা । ভাতার বাজারের যে ক্লাবগুলির শারদোৎসব নিয়ে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ বেশি থাকে, তার মধ্যে অন্যতম হল বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কের ঠিক পাশেই ভাতার বাজারের কামারপাড়া মোড়ের অগ্রগামী সংঘের পূজো । মণ্ডপ সজ্জায় তারা প্রতিবারেই চমক আনার চেষ্টা করেন । এবারেও অগ্রগামী সংঘের মণ্ডপ সজ্জায় রয়েছে চমক । ক্লাব সভাপতি রাজা কার্ফা জানান, এবারে তাদের থিম প্রাচীন রাজবাড়ী ।
চটের বস্তার উপর মাটির প্রলেপ আর থার্মকলের নিখুঁত রঙের কারুকাজে রাজবাড়ীর আদাল আনছেন শিল্পিরা । তবে আজ মহা পঞ্চমীর দিনেও এখনো মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়নি । বর্তমানে পুরোদমে কাজ চলছে। ক্লাব কর্মকর্তাদের আশা যে আজ রাতের মধ্যেই মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং মহাষষ্ঠীর দিন থেকেই তারা দর্শনার্থীরা স্বাগত জানাতে পারবেন ।
তবে মণ্ডপের যেটুকু কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাতে আস্তে আস্তে ফুটে উঠছে পুরনো রাজবাড়ীর আদল । পুরনো রাজবাড়ীর মত সেই কালো রঙ করা মোটা দরজা, কাঠের বড়বড় জানালায় শবুজ রঙ করা,কোথাও কোথাও পলেস্তারা খসে বেরিয়ে গেছে ইঁট, মণ্ডপের ভিতরে লাগানো হয়েছে ঝাড়বাতি । এছাড়া রাজারাজড়াদের পারিবারিক দুর্গাপূজার মতই একচালের দেবীমূর্তি তৈরি করেছে এই ক্লাবটি । সংকীর্ণ স্থান এবং সীমিত বাজেটের মধ্যেও ভাতার বাজারের অগ্রগামী ক্লাবের পুজোয় শুধু স্থানীয় বাসিন্দারাই নয়,আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ মেতে ওঠেন । এবারে এই পূজোর বাজেট সাড়ে ৪ লাখ টাকা বলে জানা গেছে ।
তবে এবারে কিছুটা হলেও হতাশ হতে হবে দর্শনার্থীদের । কারন প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গোটা এলাকা জমজমাট থাকত পুজোর ক’টা দিন । কিন্তু ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন কর্মী শিবনারায়ন সাঁইয়ের অকাল মৃত্যুর কারনে এবারে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান ক্লাব সভাপতি । শুধু তাইই নয়,এবারে উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়নি বলে জানান তিনি । তবে বৈদিক রীতিনীতি মেনেই দেবীর আরাধনা করবে ৩৩ বছরের এই ক্লাবটি ।।