আজিজুর রহমান,গলসি,২৮ জুন : লক ডাউনের জন্য দুঃস্থদের একবেলার খাবারের আয়োজন করছে পূর্ব বর্ধমান জেলার গলসির তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল । গলসির দয়ালপুর গ্রামে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে । প্রতিদিন দুপুরে সেখানে পাত পেরে খেয়ে যাচ্ছেন শতাধিক মানুষ । এই প্রকার মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
লক ডাউন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অর্ধাহারে অনাহারে কাটাচ্ছে তাঁদের পরিবারগুলি । এলাকার ওই সমস্ত অসহায় মানুষদের বর্তমান কঠিন পরিস্থিতির কথা ভেবে দয়ালপুর গ্রামের তৃণমূল সংখ্যালঘু সেলের কয়েকজন কর্মী দুঃস্থদের জন্য বিনামূল্যে খাওয়াদাওয়ার আয়োজনের চিন্তাভাবনা করেন । প্রথমে একশ জনের খাওয়ার আয়োজন করা হয়েছিল । তারপর দু’তিন দিনে সেই সংখ্যা বেড়ে প্রায় ছ’শয় এসে ঠেকেছে ।
খেতুড়া গলসি ও দয়ালপুর গ্রামের মধ্যবর্তী জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে । গত ৯ ই জুন থেকে এই লঙ্গর শুরু হয়েছে । আগামী ৩০ জুন অর্থাৎ লকডাউনের শেষ দিন পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তার ।।