প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ জুন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে বজ্রপাতে মৃত নাবালিকার পরিবারের পাশে দাঁড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের তৃণমূল নেতৃত্ব ।গত রবিবার বজ্রপাতে মারা যায় জামালপুরের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের মাঠশিয়ালি গ্রামের নাবালিকা মন্দিরা পাখিরা । একমাত্র মেয়েকে হারিয়ে শোকাতুর হয়ে পড়েছেন মন্দিরার বাবা ও মা ।জেলা প্রশাসনের তরফে মঙ্গলবার সরকারী ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় নাবালিকার বাবা মায়ের হাতে ।তবুও যেহেতু পরিবাটি গরিব তাই আলাদা ভাবে এদিনজামালপুরের তৃণমূল নেতারাও পরিবারটির
পাশে দাড়ালেন ।
এদিন বিকালে নাবালিকার বাড়িতে পৌছান জামালপুরের বিধায়ক অলোক মাঝি ,ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন ,যুব তৃণমূলের সভাপতি ভূতনাথ মালিক সহ অন্য নেতৃবৃন্দ। তাঁরা দুঃস্থ নাবালিকার বাবা মায়ের হাতে আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী তুলেদেন।একই সাথে বজ্রপাতে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে কি কি করনীয় সেই বিষয়েও তৃণমূল নেতৃত্ব এদিন ওই এলাকার জনগনকে সচেতনতার পাঠ দেন ।
ব্লক তৃণমূলের সভাপতি মেহেমুদ খাঁন বলেন, ‘কয়েকদিনে বজ্রপাতে গোটা রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে।বজ্রপাতে এক নাবালিকা সহ জামালপুরের পাঁচ জন বাসিন্দা ও মৃত্যু হয়। এইভাবে এক নাবিলাকার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ।তাঁদের পরিবারটিও দুঃস্থ । তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে এদিন তাঁরাও মৃত নাবালিকার পারিবারের পাশে দাড়ালেন ।’ মেহেমুদ খাঁন বলেন, ‘এদিন পরিবারটির হাতে আর্থিক সাহায্য ছাড়াও খাদ্য সামগ্রী তুলে দিয়েছে ।’
বিধায়ক অলোক মাঝি জানান,আগামী দিনেও তিনি পরিবারটির পাশে থাকবেন বলে কথা দিয়েছেন । পাশে দাঁড়ানোর জন্যে মৃতার বাবা সাহেব পাখিরা ও মা মানবি পাখিরা তৃণমূল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।।