এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২০ ফেব্রুয়ারী : আর দিন সাতেকের মধ্যেই পুরসভার ভোট । তার মধ্যেই বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলে ধ্বস নামালো বিজেপি । এলাকার প্রায় দু’শটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি করেছেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী উজ্জ্বল মন্ডল । এদিকে ভোটের ঠিক মুখেই দলে চিড় ধরার ফলে চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল । যদিও এই যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
জানা গেছে,শনিবারের সন্ধ্যেয় ২০ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীর সমর্থনে এলাকায় প্রচারে বেড়িয়েছিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা । প্রচার শেষে বিজেপির ওয়ার্ড কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । নবাগতদের মালা পড়িয়ে স্বাগত জানান নিলাদ্রি শেখরবাবু । সেই সঙ্গে তাঁদের হাতে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি । যোগদানকারীরা প্রত্যেকেই ছিলেন বয়সে তরুন ।
অন্যদিকে এই যোগদানকে বিজেপির নাটক বলে অবিহিত করেছেন বাঁকুড়া জেলা তৃনমূলের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র । তাঁর কথায়, ‘বিজেপি নিজের দলের লোকজন নিয়ে এসে ভোটের মুখে যোগদানের নাটক করছে ।’ তবে তৃণমূল নেতা যাই দাবি করুন বিজেপিতে যোগদানকারী যুবক রাজীব দুবে বলেন,’আমরা এতদিন তৃণমূল কংগ্রেসেই ছিলাম । কিন্তু তৃণমূলের দূর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করলাম । এলাকার উন্নয়নের স্বার্থে এবারের পুরভোটে আমরা সপরিবারে বিজেপি প্রার্থীকেই ভোট দেবো ।’।