এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিয় শাহ । আজ রবিবার কলকাতায় নেতাজি ইনডোরে সাংগঠনিক সভায় তিনি বলেন,’২০২৬ সালেই বিজেপির সরকার গঠন হবে ।’ তবে তিনি জানান যে লক্ষ্যমাত্রা পূরণে আর কিছুটা এগোলেই ২০২৬ সালের নির্বাচনে এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসা এক প্রকার নিশ্চিত বলে মনে করছেন তিনি । এজন্য নেতা-কর্মীদের দিন-রাত এক করে বিজেপি ও নরেন্দ্র মোদীর বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান অমিত শাহ । তিনি বলেন,’২০১৭ সালেই আমি বিজেপির সভাপতি থাকাকালীনই বলে দিয়েছিলাম যে বঙ্গে বিজেপির সরকার গঠন হবে । আর গোটা দেশ চায় দেশভক্তদের সরকার তৈরি হোক এখানে ৷
তবে এটা যে দলীয় নেতা-কর্মীদের নিছক মনোবল বাড়ানোর জন্য বলছেন তাও স্পষ্ট করে দেন অমিত শাহ । তিনি রীতিমতো সমীকরণ কষে বলেন,’আমরা ১৯-এর লোকসভার প্রস্তুতি নিয়েছিলাম ২ বছর আগে ২০১৭ সালের নির্বাচনের পর । যার ফল দেখা গেছে ২০২১ সালের বিধানসভার ভোটেও । আমরা ৭৭টি আসনে জয় লাভ করি । বিগত লোকসভার ভোটে আমরা ৭৭টি আসনে জয়লাভ করেছিলাম । ১৪৩টি আসনে ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছি আমরা।’ আর কিছু ভোট বিজেপির ব্যালটে টানতে পারলেই এরাজ্যে ক্ষমতায় আসা এক প্রকার নিশ্চিত বলে মনে করছেন অমিত শাহ ।
বিজেপির পরিসংখ্যান অনুযায়ী,এরাজ্যের মোট ভোটার ৭ কোটি ২০ লাখ । যার মধ্যে প্রায় ২ কোটি মুসলিম এবং হিন্দু ৫ কোটি । বিগত লোকসভায় বিজেপি পেয়েছিল ২৩,৩২৭,৩৪৯ ভোট৷ বিজেপি গড়ে ৪০.৭%, ভোট পেয়ে ১৮টি আসনে জয়লাভ করে । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাপ্য ভোট হল ২৭,৫৬৪,৫৬১ । তৃণমূল গড়ে ৪৩.৩% ভোট পেয়ে জেতে ২২টি আসনে । শতাংশের নিরিখে শাসক ও প্রধান বিরোধী দলের ভোটের পার্থক্য ২.৬% । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জনসভায় বারবার বলতে শোনা যায়,’আমরা আর ৪ থেকে ৬ শতাংশ হিন্দু ভোটকে এককাট্টা করতে পারলেই এরাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ।’ তার সেই কথারই আজ কার্যত পুনরাবৃত্তি করলেন অমিত শাহ ।।

