প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ এপ্রিল : রাজ্য জুড়ে বহুবার অশান্তি ছড়িয়েছে জয় ‘শ্রীরাম শ্লোগান ’ নিয়ে। এবার একেবারে ভোট গ্রহন কেন্দ্রে উঠলো ’জয় শ্রীরাম’ শ্লোগান । বুথের ভিতরে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হল ’থার্ড’ পোলিং অফিসার অর্কজিং ভট্টাচার্য্য কে । বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটের দিন ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী দক্ষিন বিধানসভার দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে । অপসারিত থার্ড পোলিং অফিসার অর্কজিৎ ভট্টাচার্য্য যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান নি । তবে ঘটনা নিয়ে প্রতিবাদে স্বোচ্চার পূর্বস্থলী দক্ষিনের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ । নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বপন বাবু ওই থার্ড পৌলিং অফিসারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ।
ভোট গ্রহন শুরুর আগে এদিন পূর্বস্থলী দক্ষিন বিধানসভার ৩৫ নম্বর বুথে মকপোল হয় ।
অভিযোগ মকপোল সুষ্ঠ ভাবে সমাপ্ত হবার পরেই থার্ড পোলিই অফিসার অর্কজিৎ ভট্টাচার্য্য বলে ওঠেন ,‘জয় শ্রীরাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে’।থার্ড পোলিং অফিসারের মুখ থেকে ‘জয় শ্রীরাম’ শ্লোগান শুনেই প্রতিবাদ জানান বুথে থাকা তৃণমূলের এজেন্ট সুব্রত সাহা। উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথের মধ্যে । তৃণমূলের এজেন্টের আপত্তিতে এর পরেই কমিশন ব্যবস্থা নিয়ে বুথের দায়িত্ব থেকে সরিয়ে দেয় থার্ড পোলিং অফিসারকে । তার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ।
এই খবর পাওয়ার পরেই পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ ৩৫ নম্বর বুথে পৌছে যান । সবিস্তার জানার পর স্বপন বাবুও ঘটনার প্রতিবাদে সরব হন । তিনি দাবি করেন ,‘কর্তব্যরত থার্ড পোলিং অফিসার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন । তাকে গ্রেপ্তার করতে হবে’ । বিশেষ কোনও একটি রাজনৈতিক দলের হয়ে উদ্দেশ্য সিদ্ধির জন্যেই থার্ড পোলিই অফিসার বুথের ভিতরে জয় শ্রীরাম শ্লোগান দিয়েছেন বলেও স্বপন দেবনাথ অভিযোগ করেন । বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান বলেন,মকপোল ঠিকঠাক শেষ হওয়ার পর থার্ড পোলিং অফিসার জয় শ্রীরাম বলায় একজন এজেন্ট আপত্তি তোলেন । তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা আসনে প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী রাজীব কুমার ভৌমিক যদিও বলেন,“জয় শ্রীরাম’ কোনও রাজনৈতিক শ্লোগান নয় । প্রভু রাম চন্দ্রের নাম মুখে নেওয়ায় কোনও অন্যায় আছে বলে তিনি মনে করেন না । এতে ভোট প্রক্রিয়া প্রভাবিত হওয়ারও কিছু নেই“ ।
বুথের প্রিজাইডিং অফিসার সুদীপ্ত সিনহা জানিয়েছেন, “মক পোলিং সমাপ্ত হতেই থার্ড পোলিং অফিসার ’জয় শ্রীরাম’ বলে ফেলেন। তা নিয়ে আপত্তি ওঠে । সেই কারণে কমিশন ব্যবস্থা নিয়ে থার্ড পোলিং অফিসারকে সরিয়ে দিয়েছে ।’।