এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটা স্কুলের একাধিক তালা ভাঙে অফিসে ঢুকেছিল চোরেরা । একের পর এক আলমারি হাতড়ে তেমন কিছু মেলেনি । তার মধ্যে দামি জিনিস বলতে ছিল কয়েকটা ধাতব স্কেল আর ছিল মাত্র ৩০০ টাকা । আর তা নিয়েই চম্পট দিল চোরের দল । কাটোয়ার আখড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা । আজ সোমবার স্কুল খোলার পর চুরির বিষয়টি নজরে পড়ে করণিক রোহিত সাঁতরার । তিনি ফোন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল নন্দীকে ঘটনার কথা জানান । প্রধান শিক্ষকের কাছ থেকে ফোনে খবর পেয়ে স্কুলে তদন্তে আসে কাটোয়া থানার পুলিশ । তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ চোদের হদিশ করতে পারেনি ।
জানা গেছে, স্কুলের করণিক রোহিত সাঁতরা স্কুল খুলতে এসে দেখেন একতলার অফিস ঘর ও স্টাফরুমের দরজার তালা ভাঙা । ঘরে ঢুকে দেখেন ছয়টি আলমারির তালা ভাঙা এবং কাগজপত্র সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে । চুরি হয়েছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি ফোনে প্রধান শিক্ষককে ঘটনার কথা জানান । প্রধান শিক্ষক নির্মল নন্দী বলেন,অফিসের পাঁচটি আলমারি ও স্টাফরুমের একটি আলমারি তালা ভেঙেছে চোরেরা । তবে বিশেষ কিছু চুরি যায়নি । তিনশো টাকা ও ভূগোলের ক্লাসের জন্য পাঁচটি ধাতব রিডার স্কেল নিয়ে পালিয়েছে ।’ প্রাথমিকভাবে ভাবে পুলিশের অনুমান,দ্বিতল ভবন বিশিষ্ট স্কুলের পাশে গাছ দিয়ে চোরেরা প্রথম ছাদে ওঠে৷ তারপর তালা ভেঙে ঘরে ঢুকেছিল চোরেরা । স্কুলটিতে প্রায় ৬৫০ ছাত্রছাত্রী পড়াশোনা করে বলে জানা গেছে ৷।