এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৩ জুন : এক চিকিৎসকের বাড়িতে তালা ভেঙে ভিতরে ঢুকেছিল বছর সাতাশের এক চোর । সঙ্গে আনা দুটো বস্তায় ইনভার্টারের ব্যাটারি, গিজার, বাসনপত্রসহ কিছু জিনিসপত্র ভরে ফেলে । কিন্তু ভোর রাতের দিকে ঘুম ঘুম অনুভব করে সে । সেইকারণে সে চিকিৎসকের বাড়ির এয়ার কুলার ও ফুলস্পিডে ফ্যান চালিয়ে দেয় । ঘরের মেঝেতে শুয়ে একটা সিগারেট ধরিয়ে আরাম করে ধুমপান করে । অল্প সময়ের মধ্যেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে । পরের দিন সকাল ৯ টার দিকে পুলিশ এসে তার ঘুম ভাঙায় । জোটে উত্তম মধ্যম ধোলাই । চমকপ্রদ এই চুরির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ -এর গাজীপুর থানার ইন্দিরানগর সেক্টর ২০ এলালায়।
সংবাদপত্র জাগরণের প্রতিবেদনে জানা গেছে, চিকিৎসক সুনীল পান্ডের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে । তার ইন্দিরানগর সেক্টর এলাকাতেও একটা বাড়ি আছে।পরিবার নিয়ে সেখানেই থাকেন তিনি। সেক্টর ২০ এলালার বাড়িটি তালাবন্ধ থাকে। মাঝে মধ্যে এখানে আসেন। তবে স্থায়ীভাবে বসবাস না করলেও গৃহস্থালির কিছু জিনিসপত্র ও আসবাবপত্র রাখা আছে বাড়িতে ।
রবিবার ভোরে ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল ওই যুবক । সকালে প্রতিবেশীরা তালা ভাঙা দেখে চিকিৎসককে খবর দেন । পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে পুলিশকে ঘটনার কথা জানান চিকিৎসক ।পুলিশ ও চিকিৎসকের পাশাপাশি কয়েকজন প্রতিবেশীও বাড়ির ভিতরে ঢোকে । ঘরে ঢুকতে তাদের চোখ কপালে উঠে যায় । তারা দেখেন যে এসি ও ফ্যান চালিয়ে ঘরের মেঝেতে শুয়ে গভীর ঘুমে মগ্ন চোর । ঘরের এক কোনে রাখা আছে দু’বস্তা চুরির সামগ্রী । প্রথমে তারা ঘুমন্ত চোরের ছবি তোলে । এরপর পুলিশ চোরকে ডাকাডাকি করে ঘুম থেকে তোলে ।
গাজীপুর থানার পরিদর্শক বিকাশ রাই জানিয়েছেন, ধৃত চোর মুসাদ্দিপুরের বাসিন্দা কপিল কাশ্যপ। তার বিরুদ্ধে চুরির ছয়টি মামলা রয়েছে। কয়েক মাস আগে চুরির মামলায় জেল থেকে ছাড়া পেয়েছিল সে ।।