এইদিন ওয়েবডেস্ক,ঠাকুরগাঁও(বাংলাদেশ),১৮ এপ্রিল : এলাকার মানুষ জনসেবার জন্য তাঁকে কাউন্সিলর নির্বাচিত করেছিলেন । কিন্তু সেই জনসেবামূলক কাজের আড়ালেই আন্তঃজেলা মোটরসাইকেল চুরির একটা বিরাট চক্র গড়ে তুলেছিলেন কাউন্সিলার । পুরসভার কাজের ফাঁকে নিজেই মাঝেমাঝে হাত সাফাই করতে বেড়িয়ে পড়তেন । মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে জাঁকিয়ে চলছিল তার বাইক চুরি করে পাচারের ব্যাবসা । গত শনিবার সে স্থানীয় একটি মসজিদকে টার্গেট করে বেড়িয়েছিলে মোটরসাইকেল চুরি করতে । মুসল্লিরা যখন মসজিদের ভিতর তারাবির নামাজ পড়ছিল সেই সময় বাইরে রাখা মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করে গুনধর কাউন্সিলর । তবে শেষ পর্যন্ত সে হাতেনাতে ধরা পড়ে যায় । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় । ধৃতের নাম আব্দুর রাজ্জাক (৪০) । তিনি পীরগঞ্জ উপজেলার রাণীশংকৈল পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ।
স্থানীয় সুত্রে খবর,শনিবার পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান বা বেলায়েত মসজিদে যখন তারাবির নামাজ চলছিল সেই সময় মসজিদের বাইরে রাখা একটি বাইকের হ্যান্ডেল লক ভাঙে কাউন্সিলর আব্দুর রাজ্জাক । কিন্তু সে বাইকটি নিয়ে চম্পট দেওয়ার আগেই তাকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা । উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
পুলিশ সুত্রে খবর,আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের মূল পান্ডা । তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা রয়েছে ঠাকুরগাঁও ও আশপাশের জেলার বিভিন্ন থানায় । সম্প্রতি মামলা থেকে জামিনে বেড়িয়েছিল সে । কিন্তু পুরনো পেশার টানে ফের মোটরসাইকেল চুরি শুরু করে ।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ধৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় কমপক্ষে ৪৫টি মামলা রয়েছে । আর সব মামলাই মোটরসাইকেল চুরি সংক্রান্ত । ধৃতকে হেফাজতে নিয়ে চক্রের বাকিদের সন্ধান চালানোর চেষ্টা চলছে ।’।