এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ এপ্রিল : চিকিৎসাধীন অনুব্রত মণ্ডলের আর সব ঠিকঠাক থাকলেও গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে তাঁর অণ্ডকোষে । অঙ্গটি নাকি ফুলে গেছে আর তার সঙ্গে অনর্গল রস নির্গত হচ্ছে । এই পরিস্থিতিতে এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অনুব্রতর দুটি অণ্ডকোষই অপারেশন করে বাদ দেওয়ার কথা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বলে হাসপাতাল সুত্রে খবর । জানা গেছে,হাঁটতে কোনও অসুবিধা আছে নাকি দেখার জন্য বুধবার সকালে অনুব্রতকে হাসপাতাল চত্বরে পরীক্ষামূলকভাবে কিছুটা হাঁটানো হয় । কিন্তু তিনি ৬ মিনিটে মাত্র ৭২ মিটার হাঁটার পর বসে পড়েছিলেন । এটুকু হেঁটেই নাকি তার অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল । শ্বাসকষ্ট অনুভব করছিলেন তিনি । তাই অনুব্রতকে ফের অক্সিজেন সাপোর্ট দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে খবর ।
গরুপাচার মামলায় গত বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা দলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের । গত মঙ্গলবার তিনি আসানসোলে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যাওয়ার পর থেকে সিবিআই দপ্তরে তাঁর হাজিরা নিয়ে কানাঘুষো চলছিল । ওইদিন রাতে কলকাতার চিনার পার্কে নিজের বাসভবনে গিয়ে উঠেছিলেন তিনি । অনুমান করা হচ্ছিল পঞ্চমবারের সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে তিনি নিজাম প্যালেসে যাবেন । কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে বুধবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে ১১ টা ২৫ মিনিট নাগাদ সোজা এসএসকেএমে চলে আসেন অনুব্রত মণ্ডল । তাকে নাকি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন এসএসকেএমের বিশেষজ্ঞ চিকিৎসকরা । গঠন করা হয় ৮ সদস্যের মেডিক্যাল টিম । আর তারপর থেকেই এসএসকেএমে চিকিৎসাধীন অনুব্রত ।
জানা গেছে,অনুব্রত মণ্ডলের সুগার, কোলেস্টেরল, ফিশচুলা এবং অ্যাবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া প্রভৃতি সমস্যা রয়েছে । কিন্তু বর্তমানে তাঁর অণ্ডকোষের সমস্যা চিন্তায় ফেলে দিয়েছে চিকিৎসকদের । এদিকে গরু পাচার মামলায় সিবিআইয়ের দপ্তরে তাঁর হাজিরা নিয়ে গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে । এখন সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ৷।