এইদিন ওয়েবডেস্ক,সোমালিয়া,২৪ জানুয়ারী : গত শুক্রবার সোমালিয়ার মোগাদিশু থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার উত্তরে মধ্য সোমালিয়ার শহর গালকাদের একটি সামরিক ক্যাম্পে হামলা চালিয়ে সাতজন সেনাকে মেরেছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার শাখা আল শাবাবের সন্ত্রাসবাদীরা । তার জের মিটতে না মিটতেই রবিবার মধ্য মোগাদিসুতে সন্ত্রাসবাদীরা মেয়রের অফিসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও এলোপাথাড়ি গুলি চালিয়ে অন্তত ছয়জন সাধারণ মানুষকে হত্যা করছে । সোমালি পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে সাংবাদিকদের বলেছেন,’ছয় হামলাকারীর সবাই মারা গেছে। তাদের মধ্যে পাঁচজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় এবং তাদের একজন বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় ।’ অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি এর আগে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর দিয়েছে ।
উল্লেখ্য, আল শাবাব প্রায়ই মোগাদিশু সহ সারা দেশে বোমা হামলা এবং বন্দুক হামলা চালিয়ে আসছে । সন্ত্রাসবাদী ওই গোষ্ঠীটি ২০০৬ সাল থেকে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে পতন ঘটিয়ে নিজেদের শাসন কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার গত আগস্টে আল কায়েদা-মিত্র জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর আল শাবাব সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্তিত্ব জানান দিতে হামলা বাড়িয়েছে । সাম্প্রতিক দিনগুলিতে সোমালি সরকারী বাহিনী আল শাবাবের কাছ থেকে একটি কৌশলগত বন্দর শহর পুনরুদ্ধার করেছে । আর তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ওই সন্ত্রাসবাদী সংগঠনটি ।।