এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ সেপ্টেম্বর : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আইএসআইএস) এর খোরাসান শাখা ইরান ও তাজিকিস্তানে হামলার হুমকি দিয়েছে । শনিবার ওই সন্ত্রাসবাদী সংগঠনের খোরাসান শাখা ১৬ মিনিটের একটি ভিডিও টেপ প্রকাশ করে এই হুমকি দিয়েছে ।এই ভিডিও জুড়ে ইরান ও আফগানিস্তানের আইএসআইএস সন্ত্রাসীদের পুরনো ছবি দেখানো হয়েছে এবং এই দুই দেশে আগের আইএসআইএস হামলার কথাও উল্লেখ করা হয়েছে । তবে ইরান ও তাজিকিস্তান এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ।
গত বছরে শাহ চিরাগের শিরাজ মাজারে অন্তত তিনটি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছিল এবং আইএসআইএস খোরাসান তিনটি ঘটনারই দায় স্বীকার করেছে । গত বছরের ২২ তারিখে, আইএসআইএস সম্পর্কিত ইন্টারনেট সাইট “আমাক” একটি ভিডিও টেপ প্রকাশ করে দাবি করে যে এই ভিডিওটি আফগানিস্তান থেকে তাজিকিস্তানে এই গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার সময় রেকর্ড করা হয়েছিল । আফগানিস্তানে আইএসআইএস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর গতিবিধি বৃদ্ধি নিয়ে উদ্বেগ গুরুতর হয়ে উঠেছে। তবে তালিবানরা এসব উদ্বেগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে ।।