এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা,২০ মার্চ : লোকসভা ভোটের ঠিক মুখেই মঙ্গলবার রাত্রি ন’টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মধ্যে হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার জেলার দিনহাটায় । জানা গেছে, কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রীর কনভয় মঙ্গলবার রাতে মুখোমুখি হয়ে যাওয়ার পর দুদলের কর্মীদের মধ্যে তুমুল ঝামেলা বেধে যায় । হাতাহাটিতে জড়িয়ে পড়েন খোদ দুই মন্ত্রীও । দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূল পার্টি অফিসের শ’দুয়েক মিটার দূরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । এলাকার দোকানপাটের ঝাঁপ পড়ে যায় ।
ঘটনার বিবরণে জানা গেছে যে মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে দিনহাটা শহরে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। গতকালই আবার উদয়নের জন্মদিন ছিল। সাহেবগঞ্জ রোডে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরীর বাড়ির সামনে উদয়নের জন্মদিন পালন করা হচ্ছিল। সেই উপলক্ষ্যে তখন সেখানে শতাধিক তৃণমূল কর্মী জড়ো হয়েছিলেন । সেই সময়ই রাস্তা দিয়ে আসছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়। দুই দলের কর্মীরা মুখোমুখি হয়ে পড়ার ফলেই বিবাদের সূত্রপাত। যদিও এই ঘটনায় একে-অপরের উপর দায় চাপিয়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি । ঘটনার প্রতিবাদে আজ বুধবার ২৪ ঘণ্টার দিনহাটা বনধের ডাক দিয়েছে তৃণমূল ।
এদিকে জানা যাচ্ছে যে ঘটনার বিস্তারিত খোঁজ নিতে সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটায় যাচ্ছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস । সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়ে আজ দুপুরে তিনি দিনহাটায় পৌঁছাবেন । ঘটনার বিষয়ে জানতে রাজ্যপাল জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে ।।