দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৫ জুন : গ্রাম্য পূজোয় মামার বাড়িতে বেড়াতে এসেছিল কিশোর । দুপুরে বন্ধুবান্ধবের সঙ্গে একটি পুকুরে স্নান করতে নেমেছিল । কিন্তু পুকুরের জলে সাঁতার কাটার সময় আচমকা সে তলিয়ে যায় । পরে উদ্ধার হল তার নিথর দেহ । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার জহরপুর গ্রামে । নিহত কিশোরের নাম রবি মেটে (১২) । শুক্রবার বিকালের দিকে কিশোরের মৃতদেহ উদ্ধারের পর শনিবার কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত. করা হয় ।
জানা গেছে,পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মুচিপাড়া এলাকার উত্তরন ভাম্বে কলোনির বাসিন্দা কার্তিক মেটে ও শিউলি মেটের এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় রবি । রবি দুর্গাপুরে ষষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করত। কার্তিকবাবু দূর্গাপুরের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন ।
জানা গেছে,শুক্রবার ধর্মরাজ পুজো ছিল মঙ্গলকোটের জহরপুর গ্রামে । সেই কারনে ওইদিন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন শিউলিদেবী । এদিকে মামার বাড়িতে আসতেই বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় রবি । দুপুরের দিকে পাড়ার একটি পুকুরে নেমে বন্ধুদের সঙ্গে সে দাপাদাপি করছিল । আর তখনই তলিয়ে যায় সে । পরিবারের লোকজন ও গ্রামবাসীরা পুকুরে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে । কিন্তু তার আগেই মৃত্যু হয় ওই কিশোরের । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।