এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : আজও গ্রামবাংলার ব্রাহ্মণ সম্প্রদায়ের বৃহত্তর অংশের মানুষের মূল পেশা যজমানি । পূজার্চনা করে যেটুকু উপার্জন হয় তাতেই তাঁরা সারাবছর কোনও রকমে সংসার চালান । এদিন করোনা পরিস্থিতির কারনে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চরম সংকটের মধ্যে কাটাচ্ছে ওই সমস্ত পরিবারগুলি । এই পরিস্থিতিতে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব বর্ধমান জেলার একটি শিক্ষক সংগঠন । রবিবার ‘আ্যডভ্যান্স সোসাইটি ফর হেডমাস্টার আ্যন্ড হেডমিসট্রেস’ এর পক্ষ থেকে বেশ কিছু দুঃস্থ ব্রাহ্মণ পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হল ।
এই উপলক্ষে এদিন সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার ভাতার মাধব পাবলিক হাইস্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই অনুষ্ঠানে দুঃস্থ ব্রাহ্মণদের সাহায্যের পাশাপাশি শিক্ষক সংগঠনের উদ্যোগে ও প্রচেষ্টা নাট্য সংস্থা নামে স্থানীয় একটি সংস্থার সহযোগিতায় স্বামী বিবেকানন্দের প্রয়ানদিবস উদযাপন করা হয় । উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য মহেন্দ্র হাজরা,প্রধানশিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক স্বপনকান্তি চৌধুরী ও প্রচেষ্টা নাট্য সংস্থার সম্পাদক ধীমান ভট্টাচার্য প্রমূখ ।
বীর সন্ন্যাসীর প্রয়ানদিবস উপলক্ষে ভাতার গ্রামের বাসিন্দা পুষ্পিতা মাজি ও ভাতার বাজারের আরতি শর্মা নামে দুই উচ্চ মাধ্যমিক ছাত্রীকে রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্বের জন্য
সংবর্ধনা জানানো হয় । পাশাপাশি বিধায়কের হাত দিয়ে তাদের হাতে কিছু পুরষ্কারও তুলে দেওয়া হয় । দরিদ্র পরিবারের ওই দুই ছাত্রীকে সর্বোতভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন ক্রীড়াপ্রেমী বিধায়ক ।
অনুষ্ঠানের শেষে বিধায়কের কাছে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেন উদ্যোক্তারা । তার মধ্যে অন্যতম ভাতার বাজারের মহাপ্রভূ তলায় অসমাপ্ত মূক্তমঞ্চের কাজ সমাপ্ত করা,ভাতার এমপি হাইস্কুলের খেলার মাঠের সংস্কারের পাশাপাশি বাজার এলাকায় একটি শিশুউদ্যান নির্মানের দাবিও জানানো হয় । বিধায়ক তাঁদের এই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন ।।