এইদিন ওয়েবডেস্ক,হেরাত,২৩ ফেব্রুয়ারী : বুধবার আফগানিস্তানের হেরাত প্রদেশে ২৪ ঘণ্টায় তালিবানদের হাতে পাঁচজন নিহত হয়েছে । ওই ৫ জনকে মেরে ফেলার পর তিন ঘণ্টা ধরে মৃতদেহগুলি প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে রাখা হয় । হেরাতের জাবরিল এলাকার বাসিন্দা মোশতাক আহমদ স্থানীয় মিডিয়াকে বলেছেন,বুধবার রাতে আমাদের এলাকার একটি বাড়িতে দু’জন ডাকাত প্রবেশ করে । বাড়িতে একজন বৃদ্ধ ও তার স্ত্রী তাদের মেয়েকে নিয়ে থাকতেন । তাদের একজন রাতের দিকে বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিল। তখন ডাকাতরা এসে তার কাছে টাকা চায় । কিন্তু সে ডাকাতদের জানায় বাড়িতে কোনো টাকা নেই । এরপর ডাকাতরা ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে আক্রমণ করে । পরিবারের বাকি লোকজন বাধা দিতে গেলে তাদের উপর ছুরি দিয়ে হামলা চালায় ডাকাতরা । এতে দু’জন জখম হয় । এই ঘটনার পর আক্রান্ত পরিবার তালিবানকে জানায় । পরে তালিবানরা এই দুইজনকে গুলি করে এবং তারপরে হেরাত শহরের নতুন শহরের মোড়ে তিন ঘণ্টা ধরে তাদের লাশ ঝুলিয়ে রাখে। পাশাপাশি আরও তিনজনের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয় ।
হেরাতের এক বাসিন্দা এই পাঁচ জনের দেহ ঝুলিয়ে রাখাকে অন্যায় আখ্যা দিয়ে বলেছেন,চোর হলেও, এই কাজটি মানুষের আত্মাকে ধ্বংস করে এবং ভয় ও ভীতি সৃষ্টি করে এবং এটি মানুষের মর্যাদার জন্যও বড় অপমান । অন্যদিকে হেরাত প্রদেশে তালিবানের পুলিশ সদর দফতরের প্রেস অফিস জানিয়েছে, হেরাতে দুই সশস্ত্র ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের কাছ থেকে একটি ‘টিটি’ পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । তবে বাকি তিনজনকে হত্যার বিষয়ে তারা কিছু জানায়নি ।।