এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৩ ফেব্রুয়ারী : অপহরণের পর খুন করে ১৪৪ জন অজ্ঞাত ব্যক্তির দেহ গোপনে কবরস্থ করল তালিবান । যদিও তালিবান পরিচালিত কাবুল পৌরসভার একজন কর্মচারী নেমাতুল্লাহ বারিকজাই স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, তারা বিগত ৬ মাসে শহরের চারপাশ থেকে মৃতদেহগুলো সংগ্রহ করেছেন । যাদের কবরস্থ করা হয়েছে । তাদের মধ্যে পশ্চিম কাবুলের পুল-ই-সোখতা সেতুর নিচে থেকে কয়েকজন মাদকাসক্তের মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছিল । শনিবার নগরীর মস-হি কবরস্থানে দেহগুলি কবরস্থ করা হয়েছে ।
কিন্তু প্রজাতন্ত্র সরকারের পতন ঘটিয়ে তালিবানরা ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান জুড়ে রহস্যজনক হত্যাকাণ্ড এবং লোকজনের, বিশেষ করে প্রাক্তন আফগান সরকারি কর্মচারী এবং সামরিক কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনার মধ্যে এক সঙ্গে এতগুলি মৃতদেহ কবরস্থ করায় রহস্য দাঁনা বেঁধেছে ।
কারন বিগত কয়েক সপ্তাহে দেশজুড়ে তালিবানদের হাতে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে । সর্বশেষ ঘটনায় রবিবার পূর্ব লাঘমান প্রদেশে একজন প্রাক্তন সৈন্যের মৃতদেহ পাওয়া গিয়েছিল । সাবির খান নামে ওই প্রাক্তন সেনা স্থানীয় পুলিশ বাহিনীর প্রাক্তন সদস্য এবং আলিঙ্গার জেলার বাসিন্দা। চার মাস আগে সাবির খানকে তালিবানরা আটক করেছিল এবং নুরলাম উপত্যকায় তার মৃতদেহ পাওয়া গিয়েছিল । ফলে কবরস্থ করা অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তিদের অপহরণ করে খুন করা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা । এদিকে কাবুল পৌরসভার কর্মকর্তারা বলেছেন যে ফরেনসিক মেডিসিন অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রয়োজনীয় অনুমতি ইস্যু করার পরেই শনিবার মৃতদেহগুলিকে গন কবরস্থ করা হয়েছে ।।