এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ মার্চ : এবারে মোবাইল ফোন বিক্রির উপর বিধিনিষেধ আরোপ করল তালিবান । তালিবানদের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রক ঘোষণা করেছে যে এবার থেকে মোবাইল ফোনের বিক্রেতাদের একটি বিশেষ ফর্মে তাদের গ্রাহকদের বিবরণ নিবন্ধন করতে হবে । বৃহস্পতিবার মোবাইল ফোন বিক্রেতা ইউনিয়নের সাথে একটি বৈঠকে মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে ।
ঘোষণায় বলা হয়েছে, এই পরিকল্পনার উদ্দেশ্য হলো উন্নত শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধ প্রতিরোধ করা ।ক্রেতার বিশদ বিবরণ এবং মোবাইল ফোনের আইএমই নম্বরসহ যাবতীয় তথ্য যা তালেবানের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বিশেষ ফর্মে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এই আদেশ অমান্য করলে আইনি ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এই মন্ত্রণালয় । প্রসঙ্গত,এই প্রথম মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলো ।।