এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ মে : আফগানিস্তানের মহিলাদের মহিলাদের বাড়ির বাইরে ‘চাদোরি’ (মাথা থেকে পা পর্যন্ত বোরখা) পড়ে থাকার ফরমান দিল তালিবান । তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে কাবুলের ইসলামিক এমিরেটের কর্মকর্তারা এই আদেশটি জারি করেছে । তবে মহিলাদের উপর নিষেধাজ্ঞা এই প্রথম নয়,আফগানিস্তান দখলের মাস খানেকের মধ্যে মহিলাদের বাসে একা ৭০ কিলোমিটার ভ্রমণ নিষিদ্ধ করেছিল তালিবান । এর চেয়ে বেশি দূর যেতে হলে মহিলাদের সাথে একজন পুরুষ অভিভাবক থাকার কথা বলা হয়েছিল । এমনকি দীর্ঘ দূরত্বে ভ্রমণকারী অবিবাহিত মহিলাদের গাড়িতে বসতে দেওয়া যাবে না বলেও ফরমান জারি করা হয়েছিল । এর কয়েক সপ্তাহ আগে টিভিতে মহিলা অভিনেতাদের সমন্বিত নাটক নিষিদ্ধ করেছিল তালিবান ।
ফের একবার মহিলাদের বোরখা পড়া নিয়ে নির্দেশ দিল তালিবান সরকার । আফগানিস্তানের ধর্ম প্রচার ও অশুভ প্রতিরোধ বিভাগের এক মুখপাত্র কাবুলে একটি আদেশ জারি করে জানিয়েছেন,কোনও মহিলা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় তার মুখ ঢেকে না রাখেন তবে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়কে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে । শুধু তাই নয়, কারাগারেও যেতে পারে । আদেশে আরও বলা হয়েছে, সবচেয়ে আদর্শ পোশাক হলো নীল রঙের বোরকা । আর তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার এই নির্দেশের পর আফগানিস্তানে নীল বোরখার চাহিদাও অনেক বেড়ে গেছে ।।