এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৯ সেপ্টেম্বর : তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই গোটা দেশ জুড়েই শুরু হয়েছে বিরোধ প্রদর্শন । তালিবান রাজত্বের বিরোধে মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে পড়েছেন । এবার বিক্ষোভ প্রদর্শন বন্ধ করতে নতুন ফরমান জারি করল তালিবান সরকার । বিনা অনুমতিতে বিক্ষোভ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক । দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদী সিরাজউদ্দিন হাক্কানি ফরমান জারি করেছে,এবার থেকে বিক্ষোভ বা ধর্ণা প্রদর্শন করতে গেলে তার আগে প্রশাসনের অনুমতি নিতে হবে ।
প্রসঙ্গত,আফগানিস্তান দখলের পর থেকেই দেশ জুড়ে তালিবানের বিরুদ্ধে বিক্ষোভ তো চলছিলই তবে বিগত ৩ দিন ধরে তা আরও চরম আকার ধারন করেছে । বুধবার, কাবুল ও উত্তর-পূর্ব আফগান প্রদেশ বাদাখশানে (Badakhshan) প্রচুর মহিলা আফগানিস্তানের পুরুষ-শাসিত অন্তর্বর্তী সরকার গঠনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন । তাঁরা মহিলা বর্জিত এই সরকারকে মানতে অস্বীকার করেন । এদিকে প্রদর্শনকারী মহিলাদের রোখার জন্য টিয়ার গ্যাসের সেলও নিক্ষেপ করা হয় । মহিলাদের উপর লাঠিচার্জও করা হয় । এমনকি কয়েকজন সাংবাদিককে আটক করে বেদম মারধর করার অভিযোগ উঠেছে তালিবানিদের বিরুদ্ধে ।
সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান এই বিক্ষোভ প্রদর্শন বন্ধ করতেই স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ফরমান জারি করে দেন । নির্দেশ অনুযায়ী বিক্ষোভ প্রদর্শনের নুন্যতম ২৪ ঘন্টা আগে প্রশাসনের অনুমতি নিতে হবে । এমনকি কি কি শ্লোগান দেওয়া হবে,কোথায় প্রদর্শন হবে, বিক্ষোভ প্রদর্শনের কি উদ্দেশ্য, সেটাও লিখিত আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । যদি অনুমতি তবেই প্রদর্শন হবে অন্যথায় প্রদর্শনকারীদের বিরুদ্ধে কঠোর সাজার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে । এখন এইভাবে তালিবানিরা আফগানি নাগরিকদের অসন্তোষ কতটা দমন করতে পারে সেটা ভবিষ্যতে জানা যাবে ।।