এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৪ এপ্রিল : আফগানিস্তানে আফিম ও পোস্ত চাষ নিষিদ্ধ ঘোষণা করল তালিবান । তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা (Haibatullah Akhunzada)রবিবার কাবুলে এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বলেছেন, ‘ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানের (Islamic Emirate of Afghanistan) সর্বোচ্চ নেতার আদেশ অনুসারে, সমস্ত আফগানদের জানানো হচ্ছে যে এখন থেকে সারা দেশে পপি চাষ (Poppy Cultivation) । কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে । যদি কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাহলে অবিলম্বে ফসল ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীদের শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে ।’ তিনি জানিয়েছেন, মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে দেশে ।
উল্লেখ্য,আফগানিস্তানের প্রধান শষ্য গম । কিন্তু সড়কসহ অনান্য পরিকাঠামো না থাকায় উৎপাদিনত গম বাজারে গিয়ে বিক্রি করতে পারছিলেন না কৃষকরা । ফলে গম চাষ করে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছিল । তাই বিকল্প হিসাবে কৃষকরা আফিম ও পোস্ত চাষ শুরু করে । আর তারপর থেকেই আফগানিস্তানের লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষক এবং দিনমজুরদের আয়ের প্রধান উৎস হয়ে যায় আফিম ও পোস্ত চাষ । এই চাষ থেকে তারা মাসে ৩০০ ডলারের অধিক উপার্জন করত ।
ধীরে ধীরে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক হয়ে ওঠে আফগানিস্তান । ২০২১ সালে তালিবানরা ক্ষমতা দখলের আগে পর্যন্ত সারা দেশে ৬০০০ টনের বেশি আফিম উৎপাদিত হয়েছিল । যা থেকে ৩২০ টন খাঁটি হেরোইন পাওয়া যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইমের কর্মকর্তারা ।
আফগান আফিম থেকে উৎপাদিত হেরোইনের ৮০ শতাংশ মধ্য এশিয়া এবং পাকিস্তান হয়ে ইউরোপে পাচার হত । ২০২১ সালের জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে, আফিম থেকে আফগানিস্তানে বাৎসরিক আয় ছিল ১.৮ থেকে ২.৭ বিলিয়ন ডলার । যা দেশের জিডিপির ৭ শতাংশ ।
কিন্তু দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মাদকের রমরমা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক মহল । গত বছর আগস্টে তালিবানরা দেশের দখল করে নেওয়ার পর ব্যাঙ্কিং,ব্যবসা এবং উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে । দারিদ্রের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এই দেশটি । এই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে নিষেধাজ্ঞাগুলি তুলে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে মরিয়া তালিবানরা । তাই আমেরিকাসহ আন্তর্জাতিক মহলকে সন্তুষ্ট করতে তারা আফিম চাষের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে মনে করা হচ্ছে । কিন্তু এর ফলে বেহাল আফগানিস্তানের কৃষকদের আর্থিক অবস্থা আরও খারাপ হবে । আফিম ও পোস্ত চাষ বন্ধ হলে দরিদ্রতম নাগরিকদের আরও দরিদ্র করে তুলবে ।।