এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ সেপ্টেম্বর : আফগানিস্তানের কুখ্যাত মাদক মাফিয়াকে রাজকীয় সংবর্ধনা দিল তালিবান । মার্কিন গুয়ানতানামো (Guantanamo) কারাগারে এতদিন বন্দি ছিল বশির নূরজাই (Bashir Noorzai) নামে ওই মাদক মাফিয়া । জেল থেকে মুক্তি পাওয়ার পর সোমবার সকালে তাজে কাবুল বিমানবন্দরে আনা হয় । বিমানবন্দরে নামতেই তালিবানের শীর্ষ নেতা ও জঙ্গিরা তাকে রাজকীয় সংবর্ধনা দেয় ।
নুরজাই ছিলেন তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা মুহাম্মদ ওমরের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম । আফগানিস্তানের অন্যতম বড় মাদক পাচারকারী ছিল নুরজাই । বহু বছর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে গুয়ানতানামো কারাগারে বন্দি করে রেখেছিল । তালিবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব কাতার সফরের সময় কাতারি কর্মকর্তাদের কাছে নূরজাইয়ের মুক্তির জন্য আবেদন জানায় । মুক্তি পেয়ে শেষে এদিন নিজের দেশে ফেরে ওই মাদক মাফিয়া ।।