এইদিন ওয়েবডেস্ক,১৮ সেপ্টেম্বর : পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বছরে ২০০ মিলিয়ন ডলার আয় করছে তালিবান । আর এই দাবি করেছেন পাকিস্তান পিপলস পার্টির সিনেটর মুস্তাফা নওয়াজ কোখার ৷ তিনি জানান, পাকিস্থানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জাতীয় পরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে প্রকাশ করেছেন,পাকিস্তানে বিভিন্ন অবৈধ উপায়ে তালিবানরা বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করেছে । কোখার একটি টুইটে লিখেছেন, পাকিস্তানের তেহরিক-ই-তালিবান আর তারা (আফগানি তালিবান) কি এক নয় ?’ এর আগেও তিনি একই ধরনের দাবি করে জানিয়েছিলেন, সোয়াত, করম এবং অন্যান্য স্থানে পাকিস্তান তেহরিক-ই- তালিবানের হাতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
উল্লেখ্য,সুন্নি মুসলিম গোষ্ঠী, টিটিপি এবং প্রতিদ্বন্দ্বী তেহরিক-ই-লাবিক পাকিস্তান, পাকিস্তান জুড়ে সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন জোগায়। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ৫ সেপ্টেম্বর একটি নতুন প্রকাশিত গবেষণাপত্রে আশঙ্কা প্রকাশ করে লেখা হয়েছে,বর্তমান রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক মন্দার কারনে পাকিস্তানের আশেপাশের বিশাল অঞ্চলকে হুমকির মুখে ফেলে দিয়েছে । “পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতার নতুন যুগ” শিরোনামের ওই প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে তেহরিক-ই-লাবিক পাকিস্তান, তার সহিংস ইতিহাস সত্ত্বেও, পাকিস্তানের নির্বাচন কমিশন কর্তৃক একটি রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত হবে । তারপর তারা রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে দেশেত নির্বাচন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেবে ৷ আর তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, তেহরিক-ই-লাবিক পাকিস্তান এবং ইসলামিক স্টেট অফ খোরাসান শাখার সাথে যুক্ত অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি । তারা আফগানিস্তান ও পাকিস্তানের উপজাতীয় অঞ্চলের বাইরেও তাদের পায়ের তলার জমি ক্রমশ মজবুত করতে শুরু করেছে বলে রিপোর্টে পরিশেষে দাবি করা হয়েছে ।।