এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২০ ফেব্রুয়ারী : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ট্রানজিটে যাতায়াত ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ হল তোরখাম। মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্যও পাকিস্তান এই রুট ব্যবহার করে । কিন্তু আফগানিস্তানের নানগারহার প্রদেশের স্থানীয় তালিবান কর্মকর্তারা বলেছেন যে তোরখাম সীমান্ত ক্রসিং যাতায়াতের জন্য অবরুদ্ধ করে দেওয়া হয়েছে । রবিবার রাতে তোরখাম ক্রসিং-এর তালিবান কমিশনার মৌলভি মোহাম্মদ সাদিক খালিদ বলেছেন যে এই গেটটি যাত্রী ও ট্রানজিটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটি পুনরায় চালু করার জন্য পাকিস্তানের সাথে আলোচনা চলছে ।
তিনি আরও জানান,পাকিস্তান প্রতিশ্রুতি পূরণ না করার কারনেই তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে । যদিও তিনি প্রতিশ্রুতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি ।
স্থানীয় তালিবান কর্মকর্তা জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রাস্তা পেরিয়ে তোরখামে যেতে নিষেধ করেছে । উল্লেখ্য, পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তাহীনতা আফগান শরণার্থীদেরও প্রভাবিত করেছে । তারা খাদ্য সঙ্কটে ভোগা পাকিস্থান ত্যাগ করে নিজের দেশে ফিরতে শুরু করে দিয়েছে । আর তারা স্বদেশে ফিরতে সাধারণত এই পথকেই ব্যবহার করে থাকে । এখন তোরখাম ক্রসিং দিয়ে তাদের চলাচল সীমিত করা হয়েছে । তবে তোরখাম সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘটনা এই প্রথম নয় ।।