এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২১ ডিসেম্বর : মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল তালিবান । আফগান বার্তা সংস্থা টোলো এক টুইট বার্তায় বলেছে,’উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে আফগানিস্তানের ছাত্রীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উচ্চশিক্ষা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ।’ এদিকে তালিবানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘ । কাবুলে জাতিসংঘের প্রতিনিধি অফিসের ডেপুটি মার্কাস পটজেল মঙ্গলবার তাঁর টুইটারে আফগানি মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন,’আপনার আওয়াজ তুলুন।’ তিনি তালিবানের সাম্প্রতিক এই সিদ্ধান্তকে ‘পশ্চাদপসরণমূলক’ বলে বর্ণনা করে বলেছেন,এর ফলে আফগানিস্তানের ভবিষ্যতকে বিপন্ন করে তুলবে । যদিও আফগানিস্তানে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি রোজা আতেনবায়োভা তালিবানের নতুন এই সিদ্ধান্তের বিষয়ে এখনও কোনো অবস্থান নেননি ।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, তালিবানরা ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে মানুষের মৌলিক অধিকারগুলি কেড়ে নিতে একের পর এক নীতি প্রনণয়ন করেছে । বিশেষ করে নারী ও মেয়েদের মৌলিক অধিকারগুলি কেড়ে কেড়ে নিয়েছে তালিবান । তালিবান সিভিল সার্ভিসের গুরুত্বপূর্ণ পদ থেকে মহিলাদের বরখাস্ত করেছে এবং বেশিরভাগ প্রদেশে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করেছে । এজন্য আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলির সমালোচনার মুখে পড়তে হচ্ছে তালিবানদের ।।