এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১২ অক্টোবর : কাবুলে বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে পালটা আক্রমণ শুরু করেছে আফগানিস্তানের তালিবান । আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তাদের বাহিনী ডুরান্ড লাইন বরাবর হেলমান্দে একটি সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে৷ যাতে ৫০ জনেরও বেশি পাকিস্তানি সৈন্যকে নিকেশ করেছে,৩০ জনকে আহত করেছে এবং ২৬ জনকে আটক করেছে। আফগানিস্তানের সার্বভৌমত্বের বারবার লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ১৪টি পাকিস্তানি পোস্ট বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কয়েকটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক আমিরাতের মুখপাত্র মুজাহিদ । তার আরও দাবি,ইসলামিক আমিরাতের বাহিনী ২৫টি পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে এবং উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্রশস্ত্র দখল করেছে। মুজাহিদ আরও বলেন যে, এই লড়াইয়ে ইসলামিক আমিরাতের প্রায় ২০ জন সৈন্য নিহত ও আহত হয়েছে। মুখপাত্র জানান যে, কাতার ও সৌদি আরবের অনুরোধে যুদ্ধ বন্ধ করা হয়েছে, কিন্তু পাকিস্তানি পক্ষ এখনও আফগানিস্তানের দিকে গুলি চালিয়ে যাচ্ছে।
কাবুলে পাকিস্তানি হামলার প্রতিক্রিয়ায় আফগানদের প্রতিশোধের বিষয়ে আফগান তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন,’পাকিস্তান তার মাটিতে ইসলামি স্টেট অফ ইরাক এন্ড সিরিয়ার (আই এস আই এস) উপস্থিতি সম্পর্কে চোখ বুজে আছে । পাকিস্তানের উচিত তার ভূখণ্ডে সন্ত্রাসী উপাদানগুলিকে স্থান দেওয়া বন্ধ করা এবং তাদের আফগানিস্তান সরকারের কাছে হস্তান্তর করা ।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, গত রাতের দেশটির সীমান্ত চৌকিতে তালিবান হামলার প্রতিক্রিয়ায় বলেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী এই পদক্ষেপের “দ্রুত এবং কার্যকর জবাব” দিয়েছে।।

