এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৪ ফেব্রুয়ারী : শরিয়া আইন দেখিয়ে সাংবাদিকদের ছবি ও ভিডিও তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের তালিবান-নিযুক্ত গভর্নর আবদুল আহাদ তালিব । গত মঙ্গলবার তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন । এদিকে গণমাধ্যমের ওপর আরোপিত নতুন এই নিষেধাজ্ঞার বিষয়ে আওয়াজ তুলেছেন প্রদেশের সাংবাদিকরা । নাম প্রকাশে অনিচ্ছুক মিডিয়া আউটলেটের একজন সাংবাদিক বলেছেন, ‘হেলমান্দের তালিবানের গভর্নর আব্দুল আহাদ তালিব আমাকে বলেছেন যে শরিয়া আইনে ছবি ও ভিডিও তোলার অনুমোদন নেই । তাই তিনি ছবি, ভিডিও তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ।’ তিনি আরও বলেন, ‘হেলমান্দের তালিবানের অন্যান্য কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা শীঘ্রই এই সমস্যার সমাধান করবেন । কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোন আপডেট নেই ।’
স্থানীয় একটি রেডিও স্টেশনের আরেকজন প্রতিবেদক যিনি তালিবান কর্মকর্তার সাথে বৈঠকে অংশ নিয়েছিলেন,তিনি বলেছেন,তারা (তালিবান) এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের কারণ আমাদের জানায়নি । কারণ তাদের কাছে এই বিষয়ে ব্যাখ্যা করার মত কোনো কারণই নেই। কিন্তু ভিডিও বা ছবি ছাড়া সংবাদ প্রচার করা কঠিন । আমরা এখন আমাদের কর্মক্ষেত্রে স্বাধীন নই ।’
এদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বুধবার তালেবানদের হেলমান্দ এবং পারওয়ান প্রদেশে মিডিয়া আউটলেটের উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ।কমিটি বলেছে যে হেলমান্দ এবং পারওয়ানে মিডিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা স্থানীয় মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। সংগঠনটি তালিবানদের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অবাধে ও স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিতে হবে ।
প্রসঙ্গত,তালিবান ২০২১ সালে তাদের দখলের পর থেকে আফগান সাংবাদিকদের উপর বিধিনিষেধ আরোপ করছে । রিপোর্ট অনুযায়ী,শুধুমাত্র ২০২২ সালে আফগানিস্তান জুড়ে মিডিয়া এবং সাংবাদিকদের স্বাধীনতা লঙ্ঘনের কমপক্ষে ২৬০ টি ঘটনা রেকর্ড হয়েছে । আফগানিস্তান সাংবাদিক কেন্দ্র (এএফজেসি) তার বার্ষিক প্রতিবেদনে বলেছে যে ২০২২ সালে সাংবাদিক এবং মিডিয়া আউটলেটের বিরুদ্ধে সহিংসতার ২৬০ টি মামলা নথিভুক্ত করেছে ।মিডিয়া ওয়াচডগ নাই-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের ২৭ নভেম্বর পর্যন্ত আফগান টিভি স্টেশনগুলির ৫০ শতাংশ অর্থনৈতিক সমস্যার কারণে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে । পাশাপাশি ৪৮ শতাংশ রেডিও স্টেশন এবং মুদ্রিত আউটলেটগুলিও তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে । সিপিজে-এর মতে, একের পর এক নিষেধাজ্ঞার জেরে তালিবান পরিচালিত বাখতার নিউজ এজেন্সিও হেলমান্দে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ।।