এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৮ অক্টোবর : জলবিদ্যুৎ কেন্দ্র গড়তে জনসাধারণের কাছে আর্থিক সাহায্য চাইল তালিবান । আফগানিস্তানের ফারাহ প্রদেশের বখশাবাদে নদীতে বাঁধ নির্মানে উদ্যোগী হয়েছিল আশরাফ গণি সরকার । কিন্তু তখন তালিবানরাই আপত্তি জানিয়েছিল । যদিও তালিবানদের আপত্তি উপেক্ষা করেই ২০১৮ সালের জানুয়ারিতে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় । কিন্তু ২০২১ সালের ১৫ আগস্ট তালিবানরা ক্ষমতা পুনঃদখল করার পর সেই কাজ থমকে যায় । এখন বাঁধ নির্মানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাইছে তালিবান । সম্প্রতি তালিবানের একটি প্রতিনিধি দল ফারাহ প্রদেশে এলাকা পরিদর্শনে গিয়েছিল । এরপর বৃহস্পতিবার তালিবানরা ফারাহ প্রদেশের বখশাবাদ পাওয়ার স্টেশন নির্মাণের জন্য জনগণকে আর্থিকভাবে সাহায্য করতে বলেছে ।
ফারাহ প্রদেশে তালিবানের ভারপ্রাপ্ত জ্বালানি ও জল মন্ত্রীর সফরের পর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে । দেশের ভেতরে ও বাইরে থাকা আফগান নাগরিকদের ওই অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য বলা হয়েছে । তালিবানের অর্থ মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য ৬ লাখ ডলার বরাদ্দ করেছে । কিন্তু প্রকল্পটি সম্পূর্ণ করতে কমপক্ষে ৪০০ মিলিয়ন ডলার প্রয়োজন । উল্লেখ্য, ফারাহ প্রদেশের বখশাবাদ বাঁধের ২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং এটি নির্মাণের ফলে ১৩০ হাজার একর জমিতে সেচ দেওয়া হবে ।।