এইদিন ওয়েবডেস্ক,পাঞ্জশির,২০ এপ্রিল : তালিবান গোয়েন্দা অধিদপ্তরের বাহিনী পাঞ্জশির বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে পাচার করে দিয়েছে । ওই অধ্যাপকের নাম জাবের জিবরান। তিনি পাঞ্জশির স্টেট ইউনিভার্সিটির শরীয়া অনুষদের প্রধান । বুধবার অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ে তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে তালিবান জঙ্গিরা । অধ্যাপকের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ ফ্রন্টকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে ।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,জিবরান কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না, তবে তালিবানরা তাকে বিভিন্ন অজুহাতে বহুবার হুমকি দিয়েছে । যদিও অধ্যাপককে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তালিবানরা এখন পর্যন্ত কিছু জানায়নি । উল্লেখ্য,এর আগে নিছক সন্দেহের বশে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপককে গ্রেপ্তার ও বন্দী করেছে তালিবান । পরিসংখ্যান অনুযায়ী,তালিবানি ফতোয়ার জেরে তালিবান শাসনের প্রথম কয়েক মাসে দুই শতাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেশ ছেড়ে পালিয়েছেন ।।