এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৫ এপ্রিল : মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেফতার করল তালিবান ৷ অধ্যাপকের নাম সখিদাদ সঙ্গিন । তিনি বাদাখশান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য অনুষদের অধ্যাপক । গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় বাদাখশান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তাকে গ্রেপ্তার করা হয় । এদিকে তালিবানের ভয়ে বাদাখশান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অধ্যাপকরা এই অধ্যাপককে গ্রেপ্তারের বিষয়ে মুখ খোলেনি । ইতিমধ্যে বিভিন্ন প্রদেশে তালিবানরা একই ধরনের অভিযোগে তাদের সমালোচকদের গ্রেফতার ও কারারুদ্ধ করেছে ।
বিগত প্রায় এক দশক ধরে বাদাখশান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন সখিদাদ সঙ্গিন । এযাবৎ তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীরা । শিক্ষক হিসাবে তার যথেষ্ট সুনাম আছে । বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে গ্রেপ্তারের বিষয়ে তাকিবানরা কিছু জানায়নি । তবে তালিবানরা এর আগে তাদের বিপুল সংখ্যক সমালোচককে গ্রেফতার ও দমন করেছে । এই সন্ত্রাসবাদী গোষ্ঠী সর্বশেষ ‘রাহ কালাম ফাউন্ডেশন’-এর প্রধান মতিউল্লাহ উইসাকেও গ্রেপ্তার করে । তিনিও আফগানি মেয়েদের শিক্ষার বিষয়ে তালিবানের নীতির সমালোচনা করেছিলেন ।।