এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ সেপ্টেম্বর : কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা সংক্রান্ত আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট । শুক্রবার সুপ্রীম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং সিটি রবিকুমারের বেঞ্চে এই শুনানি হবে । ‘উই দ্য সিটিজেন’-এর পক্ষ থেকে অ্যাডভোকেট বরুণ কুমার সিনহার দায়ের করা পিটিশনে আবেদন জানানো হয়েছে,১৯৯০ থেকে ২০০৩ সাল পর্যন্ত কাশ্মীরে কাশ্মীরি পন্ডিত এবং শিখদের গণহত্যা এবং নৃশংসতার তদন্তের জন্য একটি এসআইটি গঠন করতে হবে । বাস্তুচ্যুত কাশ্মীরে হিন্দুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে । ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদের ফেলে আসা সমস্ত সম্পত্তি । পাশাপাশি ৯০-এর দশকে জম্মু ও কাশ্মীরে গণহত্যার পরে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী হিন্দু এবং শিখদের আদমশুমারি করার জন্য দাবি করা হয়েছে ওই পিটিশনে ।
প্রসঙ্গত,নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার তদন্তের জন্য ২০১৭ সালের শুরুর দিকে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল । তখন ওই পিটিশন খারিজ করে দেয় আদালত । আদালত তার আদেশে বলেছিল, গণহত্যার ২৭ বছর পর প্রমাণ সংগ্রহ করা কঠিন । গত মার্চে ফের নতুন পিটিশন দাখিল করা হয় । সেই পিটিশনে বলা হয়,যদি ৩৩ বছর পর ১৯৮৪ সালের দাঙ্গার (শিখ দাঙ্গা) তদন্ত করা যেতে পারে তবে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার তদন্তও সম্ভব । অবশেষে ওই আবেদনের শুনানি হতে চলেছে আজ ।।