এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ সেপ্টেম্বর :ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীকে (Wasim Rizvi alias Jitendra Tyagi) গ্রেফতার ও তাঁর বই ‘মোহাম্মদ’ নিষিদ্ধ করার জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রীম কোর্ট । ভারতীয় মুসলিম শিয়া ইসনা আশারি জামাতের পক্ষ থেকে সুপ্রীম কোর্টে দায়ের করা ওই মামলায় ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী এবং ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীকে গ্রেপ্তারেরও দাবি জানানো হয়েছিল । রিজভি ও নরসিংহানন্দ সরস্বতীর বিরুদ্ধে ইসলাম,কোরান এবং নবী মোহাম্মদ সম্পর্কে বিভিন্ন অবমাননাকর এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তোলে ওই ইসলামি সংগঠনটি । সংগঠনের তরফ থেকে আবেদন জানানো হয় ওই সমস্ত মন্তব্য করা থেকে তাঁদের বিরত করতে নির্দেশ দিক আদালত । কিন্তু শুক্রবার সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং এসআর ভাটের বেঞ্চ আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করেন । বেঞ্চ বলেছে যে সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে এই ধরনের আবেদন গ্রহণ করা যাবে না ।
প্রসঙ্গত,এর আগেও সৈয়দ ওয়াসিম রিজভির বই ‘মুহাম্মদ’ এর বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাখ্যান করেছিল দিল্লি হাইকোর্ট । কামার হাসনাইন (Qamar Hasnain ) নামে জনৈক এক ব্যক্তি রিজভীর বই ‘মুহাম্মদ’কে নিষিদ্ধ ঘোষণা ও তাঁকে ইসলাম ধর্ম সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা থেকে বিরত করার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন । কিন্তু তখনও দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নরুলা ওই মামলাটি খারিজ করে দিয়েছিলেন ।।
ওয়াসিম রিজভি ও ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী । ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।