এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ সেপ্টেম্বর :
উত্তরপ্রদেশের জেলে বন্দি কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পানের (Siddique Kappan) শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী তিন দিনের মধ্যে কাপানকে ট্রায়াল কোর্টে হাজির করে জামিনে মুক্তি দিতে হবে । প্রসঙ্গত,২০২০ সালে উত্তর প্রদেশের হাতরাসে যাওয়ার সময় গ্রেপ্তার হন কাপ্পান । হাতরাসে আদিবাসী তরুনীকে গনধর্ষণের পর খুন করা হয়েছিল । আর তারপর ওই বছর ৫ অক্টোবর একটি গাড়িতে চড়ে হাথরাসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সিদ্দিক কাপ্পান, মুজফফরনগরের আতিউর রহমান, বাহরাইচের মাসুদ আহমেদ, রামপুরের আলম ৷ নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন পিএফআইয়ের সঙ্গে তাদের যোগ আছে এবং তারা আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টায় ছিল এই সন্দেহে উত্তরপ্রদেশ পুলিশ তাদের গ্রেফতার করে । পুলিশ তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে মামলা রজু করেছিল । এর আগে মথুরা আদালত এবং চলতি মাসের শুরুতে এলাহাবাদ হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল । শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাপ্পান । শুক্রবার এই মামলার শুনানি হয় । অবশেষে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে আদালত ।
অন্যদিকে ইউপি সরকার জামিনের তীব্র বিরোধিতা করে । সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, কাপ্পানের সঙ্গে চরমপন্থী তথা দেশ বিরোধী এজেন্ডা চালানো সংগঠন পিএফআইয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । সিদ্দিক কাপ্পান দেশে ধর্মীয় বিভেদ ও সন্ত্রাস ছড়ানোর বৃহত্তর ষড়যন্ত্রের অংশিদার । এমনকি সিএএ, এনআরসি এবং অযোধ্যা ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় এবং হাতরাসের ঘটনায় ধর্মীয় উন্মাদনা ছড়ানোর অন্যতম ষড়যন্ত্রকারী কাপ্পান । কাপ্পান অর্থ পাচারকারী রউফ শরীফের সাথে ষড়যন্ত্রতে লিপ্ত ছিলেন বলে দাবি করে ইউপি সরকারের পক্ষের আইনজীবী । যদিও ইউপি সরকারের এত কিছু যুক্তির পরেও কাপ্পানের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ।
তবে আদালতের নির্দেশ তাঁকে জামিনের প্রথম ছয় সপ্তাহে দিল্লির জংপুরা এলাকায় থাকতে হবে । প্রতি সোমবার স্থানীয় থানায় হাজিরা দিতে হবে । পরে কেরলে গিয়েও প্রতি সোমবার থানায় হাজিরার প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছে আদালত ।।