এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ সেপ্টেম্বর : আজ রবিবার বিকেলে পুলিশবাহিনী সঙ্গে এনে ভাতার কৃষি সমবায় সমিতির অফিস সিল করে দিয়ে গেলেন বর্ধমান (সদর) মহকুমা খাদ্য আধিকারিক দীপক মণ্ডল ৷ ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । এনিয়ে শুরু হয়েছে জোর চর্চা । কিন্তু কি এমন ঘটল যে সমবায় সমিতির অফিস সিল করতে হল ? অবশ্য এর উত্তর পাওয়া গেছে খোদ মহকুমা খাদ্য আধিকারিক দীপক মণ্ডলের কাছ থেকেই । তিনি বলেন,’আমাদের উপর নির্দেশ আছে যে প্রতি মাসে ন্যুনতম আটটি করে রেশন ডিলার, দুটি করে ডিস্ট্রিবিউটার পয়েন্ট এবং তিনটি করে চালকলে পরিদর্শন করতে হবে। এর মধ্যে ছুটির দিনও আছে। রুটিন মাফিক এই পরিদর্শন চলছে এখন ।’ তিনি আরও জানান যে ভাতার সমবায় ম্যানেজারকে দুপুর সাড়ে বারোটা নাগাদ ফোন করে অফিস খুলে রাখতে বলা হয়েছিল। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেও কেউ আসেনি । তাই সিল করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘ফের সোমবার ভাতার সমবায়ে আসব । যাতে এর মধ্যে কিছু অন্তর্ঘাত না হয় সেজন্য সিল করে দিয়ে আসা হয়েছে।’
জানা গেছে,আজ ভাতার সমবায় শষ্য উৎপাদন ও বিপনন সমিতি লিমিটেড অফিসে রবিবার হওয়ায় ছুটি ছিল । যথারীতি কোলাপসিবল গেট ও দরজায় তালা ঝোলানো ছিল । মহকুমা খাদ্য আধিকারিক দীপক মণ্ডল সেই তালা সিলগালা করে করে দিয়ে চলে যান । কিন্তু মহকুমা খাদ্য আধিকারিকের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কেন উপস্থিত হলেন না সমবায়ের ম্যানেজার ? যদিও সমবায় ম্যানেজার প্রিয়ব্রত সাঁতরাকে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিবার সূত্রে খবর,স্ত্রীর চিকিৎসা করাতে বর্তমানে কলকাতায় রয়েছেন তিনি।
প্রসঙ্গত,করোনা মহামারীর সময় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে হাজার কোটি টাকার অধিক রেশন সামগ্রী দুর্নীতির অভিযোগ ওঠে । এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয়পাত্র “বালু” অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে৷ জ্যোতিপ্রিয়ের ডানহাত বাকিবুর রহমানসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে জেলে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী দল । যদিও বর্তমানে তারা জামিনে মুক্ত । এবার খাদ্য বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এই ধরনের সারপ্রাইজ ভিজিটের নির্দেশ দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে খবর ।।